সব দল নয়, একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়: প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১৮: ১৪

চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন সব দল নয়, কেবল একটি দল চায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় নিজের কোনো রাজনৈতিক অভিলাষ নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।

বৃহস্পতিবার জাপানের টোকিওতে নিক্কেই ফোরামে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডিসেম্বরে নির্বাচন হলে সংস্কার তাড়াহুড়ো হবে উল্লেখ করে ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ডিসেম্বরে নির্বাচন একটি দলই চায়। আর ছয় মাস বেশি পাওয়া গেলে প্রয়োজনীয় সংস্কারগুলো আরও অর্থবহ হবে।

জাপানের টোকিওর ইম্পেরিয়াল হোটেলে চলমান নিক্কেই ফোরামের প্রথম দিনে উদ্বোধনী আলোচক হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি জুলাই অভ্যুত্থান, রোহিঙ্গা সমস্যাসহ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তুলে ধরে জাপানসহ এশিয়ার দেশগুলোর সহযোগিতা চান।

ড. ইউনূস বলেন, এশিয়ার দেশগুলোর নিজেদের দ্বন্দ্ব-সংঘাত ভুলে পারস্পরিকভাবে কাজ করতে হবে। আমাদের কাজ হলো এই আন্তঃনির্ভরশীলতাকে দ্বন্দ্বে নয়, সহযোগিতায় রূপান্তর করা। ভাগ করে নেওয়া সমৃদ্ধিতে বিনিয়োগ করা, শূন্য-সমষ্টিগত প্রতিদ্বন্দ্বিতা নয়।

প্রশ্নোত্তর পর্বে পতিত শেখ হাসিনা সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা বিগত ১৬ বছরে গুম, খুনের মতো অপরাধ করেছে। বিরোধী মত দমনে গুম, খুনের মতো কাজ করেছে। শেখ হাসিনা পুরোপুরি ভুল পন্থায় দেশ পরিচালনা করেছেন। প্রতিবছর ১৬ বিলিয়ন করে ডলার পাচার করেছে। অর্থনীতিকে ধ্বংস করেছে, যা এখন টেনে তুলছে অন্তর্বর্তী সরকার।

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত