বেবিচক চেয়ারম্যান

সিভিল এভিয়েশনের অগ্নি নিবার্পনের সক্ষমতা আরো বাড়াতে হবে

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১২: ২৪
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১২: ৩৯
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেছেন, বিমানবন্দরগুলোতে সিভিল এভিয়েশনের অগ্নি নির্বাপনের সক্ষমতা থাকলেও সেটা আরো বাড়াতে হবে।

বিজ্ঞাপন

ঢাকা এয়ারপোর্ট এর কার্গো গুদামে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে মঙ্গলবার সিভিল এভিয়েশনের হেডকোয়ার্টার্সে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমাদের সক্ষমতা নেই তা বলবো না, তবে সেটা আরো বাড়াতে হবে | কোন ফায়ার ফাইটিং ভেহিকেল ঢুকতে বাধা দেওয়া হয়নি | ফায়ার সার্ভিসসহ অন্য সব সংস্থার কেউই এটা দাবি করেনি যে তাদের ভেহিকেল ঢুকতে দেরি হয়েছে |

তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক গুজবও ছড়ানো হচ্ছে। দেশের বৃহত্তর স্বার্থে এগুলো পরিহার করতে হবে।  

বেবিচক) চেয়ারম্যান বলেন, দাহ্য পদার্থের কারণেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গোতে লাগা আগুনের তীব্রতা বেশি ছিল। এ কারণে প্রাথমিক অবস্থায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত