আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক শুরু

আমার দেশ অনলাইন

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক শুরু
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। রোববার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক শুরু হয়।

বিজ্ঞাপন

বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিককরণে বাংলাদেশ জোর দিতে পারে, অন্যদিকে ইসলামাবাদ সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বার্তা দিতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকটি দুই ধাপে অনুষ্ঠিত হবে, প্রথমে একান্তে এবং পরে প্রতিনিধি পর্যায়ে। বৈঠক শেষে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন