আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার
উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৫৯ জন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিজ্ঞাপন

বুধবার পিএসসির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে কী কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে এ বিষয়ে কোনো কিছু জানা যায়নি।

পরিচয় গোপন রাখার শর্তে পিএসসির এক কর্মকর্তা আমার দেশকে বলেন, আগামী ৬ সেপ্টেম্বর এটিইও নিয়োগ পরীক্ষা হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি এবং পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

এর আগে সহকারী উপজেলা কিংবা থানা শিক্ষা অফিসার পদে ২০২৩ সালের ২৬ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত আবেদনের জমা নেয়া বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ঠিক একদিন আগে, ৩০ জুলাই হঠাৎ আবেদন স্থগিত করা হয়। পরের বছর ২০২৪ সালে আবার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

আবেদন ১ জুলাই থেকে ২৫ জুলাই আবেদন জমা নেয়ার কথা থাকলেও পরে সেটি বাড়িয়ে ৮ আগস্ট পর্যন্ত করা হয়। পরবর্তীতে ফের তা ২২ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। আবেদন ফি ছিল ৫০০ টাকা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন