আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন

স্টাফ রিপোর্টার

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামী ৭ জুন ঈদুল আজহা। ফাইল ছবি

দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন শনিবার মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে।

বিজ্ঞাপন

আজ বুধবার (২৮ মে) চাঁদ দেখা যাওয়ায় কাল থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এবং ৭ জুন তথা ১০ জিলহজ পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।

এর আগে মঙ্গলবার সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটির সুপ্রিম কোর্ট থেকে চাঁদ দেখার ঘোষণা দেওয়া হয়।

এর ফলে আগামী ৪ জুন থেকে পবিত্র হজ শুরু হচ্ছে। ওই সময় মক্কার কাছাকাছি মিনায় হাজিদের অবস্থান নেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হজের কার্যক্রম শুরু হবে।

পরদিন ৯ জিলহজ অর্থাৎ ৫ জুন আরাফার ময়দানে অবস্থান করবেন হাজিরা। ১০ জিলহজ তথা ৬ জুন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা পালন করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...