আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

২০ বছরের বেশি বন্দীদের মুক্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

২০ বছরের বেশি বন্দীদের মুক্তির দাবিতে মানববন্ধন

কারাবিধির ৫৬৯ ধারায় ২০ বছরের বেশি সাজা খাটা বন্দিদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন তাদের পরিবারের সদস্যরা। স্বৈরাচারের আমলে প্রহসনমূলক বিচারের মাধ্যমে অনেক নিরপরাধ ব্যক্তিদের দীর্ঘমেয়াদি সাজা দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সাজাখাটা বন্দীদের পরিবারের পক্ষ থেকে মানববন্ধন করেন।

বক্তারা বলেন, কারাবিধির ৫৬৯ ধারায় ২০বছরের অধিক সাজাখাটা বন্দিদের মুক্তি দিতে হবে। পতিত স্বৈরাচারের আমলে প্রহসনমূলক বিচারের মাধ্যমে অনেক নিরপরাধ ব্যক্তিকে দীর্ঘমেয়াদি সাজা প্রদান করা হয়েছে এবং বন্দিরাও ২০বছরের অধিক সময় যাবত তারা সাজা খেটেছেন। স্বৈরাচার মুক্ত এই নতুন স্বাধীন দেশে সরকারের উচিত এই বন্দিদের বিশেষ বিবেচনায় মুক্তির ব্যবস্থা করা এবং নতুন স্বাধীন দেশে স্বাধীনতার প্রতিফলন ঘটানো।

বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সভাপতি মাওলানা মীর ইদরীসের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন কারামুক্তি আন্দোলনের সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...