স্টাফ রিপোর্টার
রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ১১’র মিল্লাত ক্যাম্প এলাকায় উর্দুভাষী অধ্যুষিত ২৪টি প্লট উচ্ছেদ ছয়মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।পাশাপাশি উর্দুভাষীদের পুনর্বাসনে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেছেন আদালত।
মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
উল্লেখ্য, মিরপুর মিল্লাত ক্যাম্প উচ্ছেদের জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সম্প্রতি নোটিশ জারি করলে স্থানীয় উর্দুভাষী ক্যাম্পবাসীরা প্রতিবাদ জানায়। বাংলাদেশ বিহারী পুনর্বাসন সংসদ (বিবিআরএ ) ও ন্যাশনাল আওয়ামি পাটি বাংলাদেশ (ন্যাপ বাংলাদেশ)’র মহাসচিব নেয়াজ আহমদ খান আমার দেশকে বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর অর্থাৎ ১৯৭২ সাল হতেই উর্দুভাষী মুসলিমরা ঘর ছাড়া হয়ে দেশের ১৩ জেলায় বিভিন্ন অস্থায়ী ক্যাম্পে বসবাস করছেন। গত ৫২ বছরে পুনর্বাসনের আশ্বাস দিলেও কোনো সরকারই তাদেরকে পুনর্বাসিত করেনি। খুলনা, যশোর, ফরিদপুর, সৈয়দপুর, রংপুর, গাইবান্ধা, বগুড়া, নওগাঁ, আদমজী, চট্টগ্রাম, মোমেনশাহী, জামালপুর সহ বিভিন্ন জেলায় ক্যাম্প রয়েছে। ঢাকার মিরপুর ১০,১১, ১২ ও মোহাম্মদপুরে সিংহভাগ উর্দুভাষী বসবাস করেন। বর্তমানে তারা ভোটার এবং বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করছেন। ক্যাম্প সূত্রে জানা গেছে, শিক্ষা বঞ্চিত এই জনগোষ্ঠী ক্যাম্পে মানবেতর জীবন যাপন করেন। গাড়ির ড্রাইভার, নাপিত, দারোয়ান, ক্লিনার, বেনারসি শাড়ির কারিগর, গাড়ি মেরামতের মিস্ত্রি, দিনমজুরি প্রভৃতি পেশার মাধ্যমে তারা সংসার নির্বাহ করেন। এদের মধ্যে শিক্ষার হার বৃদ্ধির জন্য কোনো সরকার পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা আশা করছি উর্দুভাষীদের পুনর্বাসনে বর্তমান বৈষম্যবিরোধী তত্ত্বাবধায়ক সরকার কার্যকর পদক্ষেপ নেবে।’
এমএস
রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ১১’র মিল্লাত ক্যাম্প এলাকায় উর্দুভাষী অধ্যুষিত ২৪টি প্লট উচ্ছেদ ছয়মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।পাশাপাশি উর্দুভাষীদের পুনর্বাসনে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেছেন আদালত।
মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
উল্লেখ্য, মিরপুর মিল্লাত ক্যাম্প উচ্ছেদের জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সম্প্রতি নোটিশ জারি করলে স্থানীয় উর্দুভাষী ক্যাম্পবাসীরা প্রতিবাদ জানায়। বাংলাদেশ বিহারী পুনর্বাসন সংসদ (বিবিআরএ ) ও ন্যাশনাল আওয়ামি পাটি বাংলাদেশ (ন্যাপ বাংলাদেশ)’র মহাসচিব নেয়াজ আহমদ খান আমার দেশকে বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর অর্থাৎ ১৯৭২ সাল হতেই উর্দুভাষী মুসলিমরা ঘর ছাড়া হয়ে দেশের ১৩ জেলায় বিভিন্ন অস্থায়ী ক্যাম্পে বসবাস করছেন। গত ৫২ বছরে পুনর্বাসনের আশ্বাস দিলেও কোনো সরকারই তাদেরকে পুনর্বাসিত করেনি। খুলনা, যশোর, ফরিদপুর, সৈয়দপুর, রংপুর, গাইবান্ধা, বগুড়া, নওগাঁ, আদমজী, চট্টগ্রাম, মোমেনশাহী, জামালপুর সহ বিভিন্ন জেলায় ক্যাম্প রয়েছে। ঢাকার মিরপুর ১০,১১, ১২ ও মোহাম্মদপুরে সিংহভাগ উর্দুভাষী বসবাস করেন। বর্তমানে তারা ভোটার এবং বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করছেন। ক্যাম্প সূত্রে জানা গেছে, শিক্ষা বঞ্চিত এই জনগোষ্ঠী ক্যাম্পে মানবেতর জীবন যাপন করেন। গাড়ির ড্রাইভার, নাপিত, দারোয়ান, ক্লিনার, বেনারসি শাড়ির কারিগর, গাড়ি মেরামতের মিস্ত্রি, দিনমজুরি প্রভৃতি পেশার মাধ্যমে তারা সংসার নির্বাহ করেন। এদের মধ্যে শিক্ষার হার বৃদ্ধির জন্য কোনো সরকার পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা আশা করছি উর্দুভাষীদের পুনর্বাসনে বর্তমান বৈষম্যবিরোধী তত্ত্বাবধায়ক সরকার কার্যকর পদক্ষেপ নেবে।’
এমএস
সরকারী কর্মকমিশনের (পিএসসি) নবনিয়োগপ্রাপ্ত সদস্য একেএম আফতাব হোসেন প্রামাণিক শপথ গ্রহণ করেছেন।
২২ মিনিট আগেরাজধানীর ধানমন্ডি ও বনানীতে পৃথক ঘটনায় দুই অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
৩৮ মিনিট আগেনতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট। বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্মারকলিপি দিতে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা। এ ঘটনায় নতুন কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে
১ ঘণ্টা আগেমাছ রক্ষার জন্য মা মাছ ধরা বন্ধের আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আমাদের নদী ও সাগরে জেলেরা যেসব মাছ ধরে তা প্রাকৃতিক। এই মাছগুলো আমরা যদি রক্ষা না করি তাহলে আগামীতে মাছ পাবো না। তাই মাছ ধরা নিষিদ্ধ সময়ে আইন মানতে হবে। আইন মানলে প্রকৃতপক্ষে লাভবান হবে জেলেরা।
১ ঘণ্টা আগে