প্রাথমিক উপদেষ্টা
স্টাফ রিপোর্টার
শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার্থীরা যদি নৈতিক শিক্ষার মাধ্য দিয়ে বড় হয়ে ওঠে তবে সে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। শিক্ষিত হয়ে যদি সুনাগরিক না হতে পারে তবে সে শিক্ষার কোন মূল্য নেই, বরং তাতে দেশের ক্ষতি হবে।
বৃহস্পতিবার রাজশাহী প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে রাজশাহী জেলার বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ মতবিনিময় সভার আয়োজন করেন।
প্রাথমিক উপদেষ্টা বলেন, নৈতিকতা শিক্ষার একটি ভালো উপায় হচ্ছে- বিভিন্ন মানুষের কাহিনী ও গল্প পড়ানো। পাশাপাশি, নৈতিক জীবন- যাপনে অভ্যস্ত করে গড়ে তোলা। এক্ষেত্রে প্রতিটি শিক্ষককে শিক্ষার্থীদের কাছে নিজেকে আদর্শ হিসেবে উপস্থাপন করতে হবে। পাশাপাশি, বিদ্যালয়গুলো নৈতিকভাবে পরিচালনা করতে হবে। এ সময় তিনি যথাযথভাবে মাতৃভাষা ও গণিত শিক্ষার উপর গুরুত্বারোপ করেন।
রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, রাজশাহী বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. সানাউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ. কে. এম. আনোয়ার হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার্থীরা যদি নৈতিক শিক্ষার মাধ্য দিয়ে বড় হয়ে ওঠে তবে সে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। শিক্ষিত হয়ে যদি সুনাগরিক না হতে পারে তবে সে শিক্ষার কোন মূল্য নেই, বরং তাতে দেশের ক্ষতি হবে।
বৃহস্পতিবার রাজশাহী প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে রাজশাহী জেলার বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ মতবিনিময় সভার আয়োজন করেন।
প্রাথমিক উপদেষ্টা বলেন, নৈতিকতা শিক্ষার একটি ভালো উপায় হচ্ছে- বিভিন্ন মানুষের কাহিনী ও গল্প পড়ানো। পাশাপাশি, নৈতিক জীবন- যাপনে অভ্যস্ত করে গড়ে তোলা। এক্ষেত্রে প্রতিটি শিক্ষককে শিক্ষার্থীদের কাছে নিজেকে আদর্শ হিসেবে উপস্থাপন করতে হবে। পাশাপাশি, বিদ্যালয়গুলো নৈতিকভাবে পরিচালনা করতে হবে। এ সময় তিনি যথাযথভাবে মাতৃভাষা ও গণিত শিক্ষার উপর গুরুত্বারোপ করেন।
রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, রাজশাহী বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. সানাউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ. কে. এম. আনোয়ার হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে, যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।
২৪ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
৪২ মিনিট আগেপ্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐকমত্য কমিশন প্রধান রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে সনদে স্বাক্ষরের যে উদ্যোগ নিয়েছিল, তা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত, যা ঐক্য ও পরিবর্তনের প্রতি যৌথ অঙ্গীকারের প্রতীক। এটি আসন্ন নির্বাচনের আগে আস্থা তৈরিতেও সহায়ক হয়েছে।
১ ঘণ্টা আগেঅংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনি যুদ্ধকে স্বাগত জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, নির্বাচনী যুদ্ধে আমাদের জিততেই হবে, এর কোনো বিকল্প নেই।
১ ঘণ্টা আগে