আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৬৯

স্টাফ রিপোর্টার
অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৬৯

ঢাকাসহ সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে (ডেভিল হান্ট) ৫৬৯কে গ্রেপ্তার করেছে পুলিশ। এর বাইরে বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার হয়েছেন ৬৬২ জন।

শুক্রবার সকাল থেকে শনিবার বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিশেষ এই অভিযানে দেশীয় একনলা বন্দুক দুইটি, গুলি ১০ রাউন্ড, গান পাউডার ৬২ গ্রাম, রামদা তিনটি, লোহার তৈরি দা একটি, ছোরা একটি, লোহার রড দু্ইটি ও কাঠোর লাঠি একটি উদ্ধার হয়।

বিজ্ঞাপন

শনিবার পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। পুলিশ জানিয়েছে, বিশেষ এই অভিযান চলমান রয়েছে।

পতিত স্বৌরশাসক শেখ হাসিনার সরকারের সাবেক মন্ত্রী এবং ভারতে পলাতক আ.ক.ম. মোজাম্মেলের বাড়িতে হামলার শিকার হন প্রায় ৩০ জন সাধারণ শিক্ষার্থী। ঘটনার পরের দিনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে ওইদিন রাত ১২টা থেকে দেশ জুড়ে যৌথ বাহিনী অপারেশন ডেভিল হান্ট শুরুর কথা জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন