আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আগামী কোরবানির ঈদে হয়তো আমরা দায়িত্বে থাকবো না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি
আগামী কোরবানির ঈদে হয়তো আমরা দায়িত্বে থাকবো না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন কোরবানির ঈদে পশুর হাট, কোরবানির চামড়া ব্যবস্থাপনা, বর্জ্য অপসারণসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,'কোরবানির বিষয়ে আমাদের সব বিষয়ে প্রস্তুতি রাখতে হবে। আগামী কোরবানির ঈদের সময় হয়তো আমরা দায়িত্বে থাকবো না। তবে আমরা যে কয়দিন আছি দেশের জন্য সর্বোচ্চটা করার চেষ্টা করছি।'

বিজ্ঞাপন

রোববার সচিবালয়ে নিজ দপ্তরে কোরবানির পশুর হাট এবং কাঁচা চামড়া ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে প্রতিবারই অনেক চামড়া নষ্ট হয়। কোরবানির এসব চামড়ার হকদার দেশের গরিব মানুষ। এবার যাতে চামড়ার যথাযথ দাম নিশ্চিত হয়, সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।'

কোরবানির পশুর হাটের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে উপদেষ্টা বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে পশুর হাটসহ সড়ক ও মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে। আশা করছি সবকিছু সঠিকভাবে হবে।'

রাজধানী থেকে ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকদের প্রতি নির্দেশনা দিয়ে উপদেষ্টা বলেন, 'আমরা চাই ১২ ঘণ্টার মধ্যে রাজধানী থেকে কোরবানির বর্জ্য অপসারণ হোক। এটা প্রশাসকরা নিশ্চিত করবেন। আমরা নগরকে পরিচ্ছন্ন দেখতে চাই।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

তালাকের পর আবার বিয়ে, যে ব্যাখ্যা দিলেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন নাহার

আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

আলেম-ওলামাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে তা রুখে দেওয়া হবে

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

এলাকার খবর
খুঁজুন