মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক হিফযুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী হাফেজ আনাস বিন আতিককে (১৪) সংবর্ধনা প্রদান করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
আন্তর্জাতিক অঙ্গনে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে হাফেজ আনাসকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাফেজ আনাসকে ক্রেস্ট প্রদান করেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার মুহতামিম শায়েখ নেছার আহমদ নেছারী ও হাফেজ আনাসের পিতা আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
হাফেজ আনাস বিন আতিককে অভিনন্দন জানিয়ে ধর্মসচিব মো. কামাল উদ্দিন বলেন, হাফেজ আনাস তার এই অর্জনের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশকে উচ্চ মর্যাদায় সমাসীন করেছে। বিশ্বের দরবারে বাংলাদেশের পতাকাকে সম্মানিত করেছে। তিনি বলেন, বিশ্ববিজয়ী হাফেজ ও ক্বারীদের অর্জন নিয়ে ইসলামিক ফাউন্ডেশন থেকে বই প্রকাশের উদ্যোগ নেয়া হবে।
উল্লেখ্য, গত ৬ থেকে ১০ ডিসেম্বর মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফযুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ৭০টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের হাফেজ প্রথম স্থান অর্জন করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করেন। পুরস্কার নিয়ে শুক্রবার দেশে ফেরে সে।
গত ৭ অক্টোবর ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের অভিজ্ঞ বিচারকমণ্ডলীর মাধ্যমে মিশরের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আনাসকে নির্বাচিত করা হয়।

