আমার দেশ ছুয়ে দেখার ইচ্ছা পূরণ হলো পিনাকীর
আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৩০

আমার দেশ পত্রিকা ছুয়ে দেখার ইচ্ছা পূর্ণ হয়েছে লেখক, অনলাইন অ্যাকটিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্যের।
শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।
পিনাকী লেখেন, জুলাইকে পুরিপূর্ণভাবে ধারণ করে একটাই সংবাদপত্র। সেটা আমার দেশ। আমার ইচ্ছা ছিলো আমার দেশ পত্রিকাটা ছুয়ে দেখার। সেই ইচ্ছা পূরণ হয়েছে। মনে হয়েছে পবিত্র আর শক্তিশালী কিছু স্পর্শ করছি। আমার দেশই বাংলাদেশ হয়ে উঠুক। শুভকামনা।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com