আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা দ্রুত জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট

স্টাফ রিপোর্টার

সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা দ্রুত জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা দ্রুত জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করছেন শিক্ষকরা।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এসময় বক্তারা বলেন, গত ১৪ সেপ্টেম্বর আন্দোলন চলাকালীন অবস্থায় সরকারের নির্দেশে মাদরাসা ও কারিগরি সচিবের আমন্ত্রণে আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে ১৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সচিবের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকে শিক্ষকদের দাবি ১ মাসের মধ্যে বাস্তবায়নে প্রতিশ্রুতি প্রদান করেন।

পরবর্তীতে বিকাল ৪টায় মাদরাসা ও কারিগরি বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক ও অর্থ বিভাগের অনুবিভাগের উপসচিব রাহাত আব্দুল মান্নান জাতীয় প্রেসক্লাবে আন্দোলনরত শিক্ষকদের মাঝে উপস্থিত হয়ে তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের ঘোষণা দেন। উপরোক্ত ঘোষণার আলোকে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আন্দোলন স্থগিত ঘোষণা হয়। কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় আমরা অবস্থান ধর্মঘট পালন করতে বাধ্য হয়েছি।

দাবিগুলো হলো- সরকার কর্তৃক গত ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন; ১০৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করণের লক্ষ্যে যাচাই-বাছাই করে ফাইল দ্রুত অনুমোদন; স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থাকরণ; প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করণ; প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শামসুল আলম, সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান, শিক্ষক সমিতির মহাসচিব মো. তাজুল ইসলাম ফরাজী, সভাপতি মো. জাকির হোসেন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন