সংবাদ সম্মেলনে প্রেস সচিব

নির্বাচনে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ লাখ সদস্য

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ২১: ৩৯
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ২১: ৫৫

আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার রাত ৮টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জরুরি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, নির্বাচন ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি আগামী মাসগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কঠোর হতে বলেছেন।

বিজ্ঞাপন

নির্বাচনকে কেন্দ্র করে আট লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে জানিয়ে প্রেস সচিব বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যকে আগামী ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। নির্বাচনের সময় ১৮-৩২ বছর বয়সি ভোটারদের আলাদা বুথ রাখা যায় কি না, সে বিষয়েও আলোচনা হয়েছে।

এ সময় নির্বাচনসংক্রান্ত আরো কিছু প্রস্তুতির কথা জানান উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে হওয়া কিছু অগ্রগতি নিয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। এ সময় জানানো হয়, নির্বাচনে দুই লাখ পর্যবেক্ষক থাকবে।

প্রধান উপদেষ্টা ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণা করেন। তার ওই ঘোষণায় কিছু রাজনৈতিক দল সমর্থন জানালেও বিএনপিসহ কয়েকটি দল আপত্তি জানিয়ে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ভোটের দাবি করে। পরে প্রধান উপদেষ্টা লন্ডন সফরে গেলে সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হয়। ওই বৈঠকে রোজার ঈদের এক সপ্তাহ আগে অর্থাৎ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোটের সিদ্ধান্ত হয়। তবে সরকারের পক্ষ থেকে এখনো নির্বাচন কমিশনকে ভোটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে কমিশন গণমাধ্যমকে জানিয়েছে। তবে সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত