আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দুই দিন ধরে অবরোধ শাহবাগ

প্রতিনিধি, ঢাবি

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দুই দিন ধরে অবরোধ শাহবাগ

জুলাই ঘোষণাপত্র ও জাতীয় সনদের দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় টানা দুই দিন ধরে অবরোধ করে রেখেছেন ‘জুলাই যোদ্ধারা’। অবরোধের কারণে আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে, সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও জনদুর্ভোগ।

শুক্রবার বিকেলে সরেজমিন ঘুরে দেখা যায়, রোদ-বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধারা’ ব্যানারে শাহবাগ মোড়ের চারপাশে ব্যারিকেড দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শতাধিক আন্দোলনকারী। “জুলাই সনদ দিতে হবে”, “টালবাহানা চলবে না”- এমন স্লোগানে সরব রয়েছে পুরো এলাকা।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে এই অবরোধ শুরু হয়। রাতেও শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের অবস্থান ছিল। আজ শুক্রবার বিকেল পর্যন্ত তা অব্যাহত রয়েছে।

অবরোধকারীরা জানান, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণআন্দোলনে আহত ও নিহতদের স্বীকৃতি ও সম্মান প্রতিষ্ঠার জন্যই তারা এই কর্মসূচি গ্রহণ করেছেন।

জুলাইযোদ্ধা সংসদের আহ্বায়ক আরমান শাফিন বলেন, “৬৪ জেলার শহীদ পরিবার ও আহতরা ব্যক্তিগত খরচে এখানে এসেছেন। আমরা খাওয়া-দাওয়া নিয়ে এসেছি। সরকার দাবি পূরণ না করা পর্যন্ত শাহবাগ ছেড়ে যাব না।”

shahbag2
shahbag2

এদিকে অবরোধের কারণে শাহবাগ মোড়সহ আশপাশের কাটাবন, মৎস্য ভবন, ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও শাহবাগ থানার সামনের সড়কগুলোতেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথে গাড়ি ঘুরিয়ে নেওয়ায় পুরো এলাকাজুড়ে যানজট ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে আন্দোলনের অন্যতম সংগঠক মাসুদ রানা সৌরভ বলেন, “সরকার এখনও আমাদের সঙ্গে কোনো সংলাপে বসেনি। আমাদের দাবি একটাই- জুলাই সনদ। সেটা ছাড়া জীবন গেলেও আমরা শাহবাগ ছাড়বো না।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন