
প্রতিনিধি, ঢাবি

জুলাই ঘোষণাপত্র ও জাতীয় সনদের দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় টানা দুই দিন ধরে অবরোধ করে রেখেছেন ‘জুলাই যোদ্ধারা’। অবরোধের কারণে আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে, সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও জনদুর্ভোগ।
শুক্রবার বিকেলে সরেজমিন ঘুরে দেখা যায়, রোদ-বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধারা’ ব্যানারে শাহবাগ মোড়ের চারপাশে ব্যারিকেড দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শতাধিক আন্দোলনকারী। “জুলাই সনদ দিতে হবে”, “টালবাহানা চলবে না”- এমন স্লোগানে সরব রয়েছে পুরো এলাকা।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে এই অবরোধ শুরু হয়। রাতেও শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের অবস্থান ছিল। আজ শুক্রবার বিকেল পর্যন্ত তা অব্যাহত রয়েছে।
অবরোধকারীরা জানান, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণআন্দোলনে আহত ও নিহতদের স্বীকৃতি ও সম্মান প্রতিষ্ঠার জন্যই তারা এই কর্মসূচি গ্রহণ করেছেন।
জুলাইযোদ্ধা সংসদের আহ্বায়ক আরমান শাফিন বলেন, “৬৪ জেলার শহীদ পরিবার ও আহতরা ব্যক্তিগত খরচে এখানে এসেছেন। আমরা খাওয়া-দাওয়া নিয়ে এসেছি। সরকার দাবি পূরণ না করা পর্যন্ত শাহবাগ ছেড়ে যাব না।”

এদিকে অবরোধের কারণে শাহবাগ মোড়সহ আশপাশের কাটাবন, মৎস্য ভবন, ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও শাহবাগ থানার সামনের সড়কগুলোতেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথে গাড়ি ঘুরিয়ে নেওয়ায় পুরো এলাকাজুড়ে যানজট ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে আন্দোলনের অন্যতম সংগঠক মাসুদ রানা সৌরভ বলেন, “সরকার এখনও আমাদের সঙ্গে কোনো সংলাপে বসেনি। আমাদের দাবি একটাই- জুলাই সনদ। সেটা ছাড়া জীবন গেলেও আমরা শাহবাগ ছাড়বো না।”

জুলাই ঘোষণাপত্র ও জাতীয় সনদের দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় টানা দুই দিন ধরে অবরোধ করে রেখেছেন ‘জুলাই যোদ্ধারা’। অবরোধের কারণে আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে, সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও জনদুর্ভোগ।
শুক্রবার বিকেলে সরেজমিন ঘুরে দেখা যায়, রোদ-বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধারা’ ব্যানারে শাহবাগ মোড়ের চারপাশে ব্যারিকেড দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শতাধিক আন্দোলনকারী। “জুলাই সনদ দিতে হবে”, “টালবাহানা চলবে না”- এমন স্লোগানে সরব রয়েছে পুরো এলাকা।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে এই অবরোধ শুরু হয়। রাতেও শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের অবস্থান ছিল। আজ শুক্রবার বিকেল পর্যন্ত তা অব্যাহত রয়েছে।
অবরোধকারীরা জানান, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণআন্দোলনে আহত ও নিহতদের স্বীকৃতি ও সম্মান প্রতিষ্ঠার জন্যই তারা এই কর্মসূচি গ্রহণ করেছেন।
জুলাইযোদ্ধা সংসদের আহ্বায়ক আরমান শাফিন বলেন, “৬৪ জেলার শহীদ পরিবার ও আহতরা ব্যক্তিগত খরচে এখানে এসেছেন। আমরা খাওয়া-দাওয়া নিয়ে এসেছি। সরকার দাবি পূরণ না করা পর্যন্ত শাহবাগ ছেড়ে যাব না।”

এদিকে অবরোধের কারণে শাহবাগ মোড়সহ আশপাশের কাটাবন, মৎস্য ভবন, ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও শাহবাগ থানার সামনের সড়কগুলোতেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথে গাড়ি ঘুরিয়ে নেওয়ায় পুরো এলাকাজুড়ে যানজট ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে আন্দোলনের অন্যতম সংগঠক মাসুদ রানা সৌরভ বলেন, “সরকার এখনও আমাদের সঙ্গে কোনো সংলাপে বসেনি। আমাদের দাবি একটাই- জুলাই সনদ। সেটা ছাড়া জীবন গেলেও আমরা শাহবাগ ছাড়বো না।”

পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম (মাসুদ করিম) সম্প্রতি রিমান্ডে ও আদালতে দেওয়া জবানবন্দিতে অন্তর্বর্তী সরকারকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।
৩১ মিনিট আগে
গভীর মনোযোগের সঙ্গে নিখুঁতভাবে মালা গেঁথে চলেছেন ৩৫ বছর বয়সি আয়শা। নববধূর চুলের খোঁপায় পরবে বলে গাজরা মালা গাঁথছেন তিনি। শুধু তা-ই নয়, তার গাঁথা মালায় সাজে অনেক মেয়ের বাসরঘর এবং নববধূকে বহনকারী বরের গাড়ি। এভাবেই প্রতিদিন অনেকের নতুন জীবন শুরু হয় তারই হাতের গাঁথা মালায়।
২ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে এবং ভোটগ্রহণ আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।
৮ ঘণ্টা আগে
পুলিশের পোশাকে বড় ধরনের পরিবর্তন আসছে। আগামী ১৫ নভেম্বর থেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীর সদস্যরা নতুন নকশা ও ভিন্ন রঙের ইউনিফর্ম পরিধান করবেন। নতুন ইউনিফর্মের রঙ নির্ধারণ করা হয়েছে ‘আয়রন’ বা লোহা কালার।
১০ ঘণ্টা আগে