ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ১০: ২৫

ঈদের দ্বিতীয় দিন সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পশু কোরবানি দিচ্ছেন অনেকে। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণে, আবার অনেকে ঈদের দিন কসাই না পাওয়ায় কোরবানি করতে পারেননি। তাই দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন তারা। পাড়া-মহল্লার অলিগলি, বাসার নিচের গ্যারেজে, প্রধান সড়কে পছন্দের গরু, খাসি কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

বিজ্ঞাপন

দ্বিতীয় দিনে একাধিক কোরবানিদাতার সঙ্গে কথা বলে জানা যায়, প্রথম দিন সবাই কোরবানি করেন, তাই কসাই পাওয়া কঠিন হয়ে পড়ে। এ কারণে তারা দ্বিতীয় দিনে পশু কোরবানি করেন।

ধর্মীয় রীতি অনুযায়ী, ঈদের তিন দিন পর্যন্ত পশু কোরবানি দেওয়া যায়। পবিত্র ঈদুল আজহার ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিচ্ছেন সামর্থবান মুসলমানরা।

এদিকে, রাজধানীর বিভিন্ন এলাকায় নিজ উদ্যোগে কোরবানির বর্জ্য অপসারণ করতে দেখা যায় কিছু কিছু মানুষকে। কোথাও কোথাও আবার সিটি করপোরেশনের কর্মীদের কাজ করতে দেখা যায়। ইসলামের বিধান অনুযায়ী, ঈদের তৃতীয় দিন পর্যন্ত পশু কোরবানি করা যায়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত