আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার শোক বইতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর

স্টাফ রিপোর্টার

খালেদা জিয়ার শোক বইতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ খালিল।

সোমবার (৫ জানুয়ারি) মালদ্বীপের মালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি এই শোক বইয়ে স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ খালিল জানান, সম্প্রতি বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশ নিতে মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত এবং উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ ঢাকায় গিয়েছিলেন। সে সময় বাংলাদেশের সরকার ও জনগণের আতিথেয়তার তিনি ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশের হাইকমিশনার এ সময় উপস্থিত ছিলেন। শোকের এই সময়ে বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানানোয় তিনি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার সংগ্রাম ও রাজনৈতিক অবদানের কথা তুলে ধরেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী হাইকমিশনে পৌঁছালে সেখানকার কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন