স্বেচ্ছাসেবক দলের ঢাকা উত্তরের সাবেক সদস্য সচিব গুলিবিদ্ধ
আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ২১: ৪৮

ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরের ওপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে কাজীপাড়া–গ্রিনরোড এলাকায় মুসাব্বিরের ওপর ৫ রাউন্ড গুলি চালানো হয়।
পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।
বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com