ইলিশ রক্ষায় ড্রোন দিয়ে কাজ করবে ৩ বাহিনী: মৎস্য উপদেষ্টা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০২: ৪০

এ বছর মা ইলিশ রক্ষায় পুলিশ, নৌবাহিনী ও বিমানবাহিনী ড্রোন দিয়ে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার।

বুধবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরের রনদা প্রসাদ সাহার দুর্গা মন্দিরে পরিদর্শন এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

মৎস্য উপদেষ্টা বলেন, প্রতি বছরের মতো এ বছরও মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে। গত বছর যে উদ্যোগ নিয়েছিলাম, তাতে সফলতা এসেছিল। এতে করে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা হয়েছিল। এ বছর মা ইলিশ রক্ষায় পুলিশ, নৌবাহিনী ছাড়াও বিমানবাহিনী ড্রোন দিয়ে কাজ করবে।

তিনি বলেন, ইলিশ মাছ কম আহরণের মূল কারণ হচ্ছে কারেন্ট জাল ও চায়না জাল। সে কারণে এ বছর আমরা একটু বেশি সতর্ক থাকব। আশা করছি এ বছর একটু বেশি ইলিশ রক্ষা করতে পারব।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত