সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনার শাখা নদী দিয়ে ইলিশ পরিবহনের সময় অভিযান চালিয়ে ৪০০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে যৌথবাহিনী ও মৎস্য বিভাগ। এ সময় মাছ পরিবহনে ব্যবহৃত তিনটি ট্রলারও জব্দ করা হয়।
সরকার প্রতি বছর আশ্বিন মাসে (অক্টোবর) ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিন মা ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু সেই আইন যেন বাঘড়ায় কাগুজে নিয়মে পরিণত হয়েছে।
সরকার ঘোষিত বিধিনিষেধ কার্যকর করতে নদী ও সমুদ্র উপকূলে ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন এবং সকলকে আইন মেনে চলার আহ্বান জানাচ্ছেন কোস্ট গার্ডের সদস্যরা।