সুস্বাদু ইলিশ পোলাও!

রোজিনা আক্তার
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৪১

শরৎকাল হলেও যখন-তখন ঝুপ করে নামছে অঝোরে বৃষ্টি। ইলিশ মাছ খাওয়া মধ্যবিত্তের জন্য এখন বিলাসিতা। তারপরও এমন মৌসুমে একবার ইলিশ পোলাও না খেলে কি হয়? গুঁড়িগুঁড়ি বৃষ্টি, কখনোবা ঝুম বৃষ্টি—এমন দিনে ইলিশ পোলাও হলে খাবার টেবিল বেশ জমে ওঠে।

উপকরণ : পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরানো ১ কেজি, বড় সাইজের ইলিশ টুকরা ১০-১২টি টুকরা, পেঁয়াজ কুচি ২ কাপ, ২ কাপ তেল, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, টক দই ২ টেবিল চামচ, নারিকেলের ঘন দুধ ২ কাপ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, মরিচের গুড়া ১ চা চামচ ও লবণ স্বাদমতো।

বিজ্ঞাপন

পোলাও রান্নার জন্য লাগবে : এলাচ ৩-৪টি, দারুচিনি ৪ টুকরা, লবঙ্গ ৫টি, তেজপাতা ৪টি, আদা বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, তেল পরিমাণমতো, ঘি ২ টেবিল চামচ, গরম পানি চালের ডবল (৬.৫ কাপ), ৭-৮টি কাঁচামরিচ ও লবণ পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে মাছ ধুয়ে হালকা লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে। প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে ৩-৪ মিনিটের মতো ভাজতে হবে। পেঁয়াজ নরম হয়ে এলে একে একে সব উপকরণ দিয়ে ভালোভাবে কষাতে হবে।

এবার কষানো মসলায় ইলিশ মাছের টুকরাগুলো সাবধানে দিয়ে দিতে হবে। এবার ১/৪ কাপ পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে ৭-৮ মিনিট রান্না করতে হবে। এবার ঢাকনা খুলে মাছ উল্টে দিয়ে আরো ৭-৮ মিনিট রান্না করে নামিয়ে নিতে হবে।

অন্য একটি হাঁড়িতে পোলাও রান্নার জন্য তেল ও ঘি গরম করে এতে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে একটি বাটিতে তুলে রাখুন। এবার বাকি পেঁয়াজ দিয়ে হালকা বাদামি রঙ হলে সব আস্ত গরম মসলাগুলো দিতে হবে। আদা বাটা, রসুন বাটা ও লবণ দিয়ে ভালো করে নাড়তে হবে। ২ মিনিট পর চাল দিয়ে নেড়ে কষাতে হবে, চাল ভাজতে হবে। ৫-৬ মিনিট পর গরম পানি ও কাঁচামরিচ দিয়ে নেড়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করতে হবে।

৪-৫ মিনিট পর ঢাকনা খুলে রান্না করা ইলিশ মাছ থেকে অর্ধেকের মতো ঝোল/গ্রেভি নিয়ে পোলাওয়ে মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করতে হবে। ইলিশ মাছ রান্নার সময় অবশ্যই এতে যথেষ্ট পরিমাণ ঝোল রাখতে হবে।

পোলাও প্রায় হয়ে এলে ঢাকনা খুলে অর্ধেক পোলাও একটি বাটিতে তুলে রাখতে হবে। এবার বাকি পোলাওয়ের ওপর মাছ ও বাকি ঝোল সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে। এরপর তুলে রাখা পোলাও দিয়ে মাছ ঢেকে ১০-১৫ মিনিট দমে রাখুন। চাইলে দুই সারিতে মাছ দিতে পারেন। এবার সুন্দর একটি বাটিতে ঢেলে বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ইলিশ পোলাও।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত