মা ইলিশের রমরমা ব্যবসা

উপজেলা প্রতিনিধি, শ্রীনগর (মুন্সিগঞ্জ)
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১৭: ০৭

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে চলছে মা ইলিশ ধরার মহোৎসব। সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত পদ্মার বিভিন্ন পয়েন্টে জাল ফেলে ধরা হচ্ছে ডিমওয়ালা ইলিশ। সেই ইলিশ মাছের বাজার বসাচ্ছে বাঘড়ার পদ্মার চরে।

স্থানীয় শত শত মানুষ ভিড় করছে সেই মা ইলিশ ক্রয়ের জন্য। পরে সেই ইলিশ পাইকারি ও খুচরা দামে বিক্রি হচ্ছে বাঘড়ার পদ্মার চরে, চলছে লাখ টাকার অবৈধ বাণিজ্য।

বিজ্ঞাপন

সরকার প্রতি বছর আশ্বিন মাসে (অক্টোবর) ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিন মা ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু সেই আইন যেন বাঘড়ায় কাগুজে নিয়মে পরিণত হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী কয়েকটি চক্রের ছত্রছায়ায় জেলেরা নির্বিঘ্নে নদীতে জাল ফেলছে, অথচ প্রশাসনের নজরদারি প্রায় শূন্য।

স্থানীয়রা বলছেন, ‘দিনে দিনে বেড়েই চলেছে মা ইলিশ ধরার প্রবণতা। আমরা বহুবার প্রশাসনকে জানালেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।’

বিশেষজ্ঞদের মতে, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা না গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন মারাত্মকভাবে কমে যাবে। তাই এখনই কঠোর অভিযান ও নজরদারির দাবি তুলেছেন সচেতন মহল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত