প্রতিনিধি, শরীয়তপুর
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনার শাখা নদী দিয়ে ইলিশ পরিবহনের সময় অভিযান চালিয়ে ৪০০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে যৌথবাহিনী ও মৎস্য বিভাগ। এ সময় মাছ পরিবহনে ব্যবহৃত তিনটি ট্রলারও জব্দ করা হয়।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মাছুয়াখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোসাইরহাট উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশের সুষ্ঠু উৎপাদন নিশ্চিত করতে সরকার ২২ দিনের জন্য মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রয় নিষিদ্ধ করেছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে মাছুয়াখালী এলাকার মেঘনা নদীর শাখা দিয়ে ট্রলারে করে ইলিশ পরিবহন করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ৪০০ কেজি ইলিশসহ তিনটি ট্রলার জব্দ করে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জেলেরা নদীতে পালিয়ে যায়।
পরে জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয় বলে জানায় উপজেলা প্রশাসন।
গোসাইরহাট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কাশেম নীরব বলেন, মা ইলিশ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে কেউ ইলিশ ধরা বা পরিবহন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জব্দকৃত ট্রলার তিনটি বর্তমানে মৎস্য বিভাগের হেফাজতে আছে।
প্রসঙ্গত, মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে গত ৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশের সব নদীতে ইলিশ আহরণ, পরিবহন, বিক্রয় ও মজুত নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনার শাখা নদী দিয়ে ইলিশ পরিবহনের সময় অভিযান চালিয়ে ৪০০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে যৌথবাহিনী ও মৎস্য বিভাগ। এ সময় মাছ পরিবহনে ব্যবহৃত তিনটি ট্রলারও জব্দ করা হয়।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মাছুয়াখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোসাইরহাট উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশের সুষ্ঠু উৎপাদন নিশ্চিত করতে সরকার ২২ দিনের জন্য মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রয় নিষিদ্ধ করেছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে মাছুয়াখালী এলাকার মেঘনা নদীর শাখা দিয়ে ট্রলারে করে ইলিশ পরিবহন করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ৪০০ কেজি ইলিশসহ তিনটি ট্রলার জব্দ করে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জেলেরা নদীতে পালিয়ে যায়।
পরে জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয় বলে জানায় উপজেলা প্রশাসন।
গোসাইরহাট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কাশেম নীরব বলেন, মা ইলিশ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে কেউ ইলিশ ধরা বা পরিবহন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জব্দকৃত ট্রলার তিনটি বর্তমানে মৎস্য বিভাগের হেফাজতে আছে।
প্রসঙ্গত, মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে গত ৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশের সব নদীতে ইলিশ আহরণ, পরিবহন, বিক্রয় ও মজুত নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৩২ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৩৯ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে