বিমানবন্দরের কার্গো ভিলেজের পণ্য রাখার বিকল্প স্থান

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ২০: ২২

শাহজালাল বিমানবন্দর কার্গো এন্ড সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আপাতত জিএসই মেইনটেনেন্স নামক স্থানে পণ্য রাখার জন্য স্থান নির্ধারণ করেছেন।

কাস্টমস কর্তৃপক্ষ ওই স্থানে পণ্যের পরীক্ষা সম্পন্ন করছেন, ৯ নম্বর গেটে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড এর সংযোগ স্থাপন করেছেন এবং উক্ত গেইট দিয়ে পণ্যের খালাস প্রক্রিয়া সম্পন্ন করবেন।

বিজ্ঞাপন

রোববার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বলেন, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আপাতত জিএসই মেইনটেন্যান্স নামক স্থানে পণ্য রাখার জন্য স্থান নির্ধারণ করেছে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে আমদানি করা ও রপ্তানির জন্য রাখা পণ্য। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

এ অবস্থায় আমদানি-রপ্তানি কার্যক্রম বিশেষ ব্যবস্থায় চালু রাখার কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

শনিবার দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরূপণে সরকার পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত