মিল্লাত অ্যালামনাই কনফারেন্সে মাহমুদুর রহমান

স্টাফ রিপোর্টার

মালয়েশিয়ায় তা’মীরুল মিল্লাতের ছাত্রদের (মিল্লাতিয়ান) খুব সুনাম রয়েছে এবং এটা দেখে আমি খুব গর্ববোধ করেছিলাম মন্তব্য করেছেন আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমান।
শনিবার ১১টার দিকে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত প্রথম অ্যালামনাই কনফারেন্স ২০২৫ -এ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, তা’মীরুল মিল্লাত মাদরাসা যে কতটা সুনাম অর্জন করেছে সেটা আমি টের পেলাম যখন ২০১৯ সালে মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটিতে একটু লেখাপড়া করতে গেলাম। তখন ওখানে গিয়ে দেখলাম তা’মীরুল মিল্লাতের ছাত্রদের খুব সুনাম। এটা দেখে আমি খুব গর্ববোধ করেছিলাম। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের একটা সময় ছিল। আসলে মুসলমানদের জন্যে ইসলামী এবং আধুনিক শিক্ষার যে একটি মিশ্রণ, একটি মেলবন্ধন দরকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা তা’মীরুল মিল্লাত খুব সফলভাবে দেখাতে পেরেছে।
তিনি বলেন, একারণেই আজকে তা’মীরুল মিল্লাতের ছেলেরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় প্রথম হয়। মাদরাসা ছেলেরা বিভিন্ন আধুনিক সেক্যুলার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভিপি-জিএস নির্বাচিত হয়। এটা এক ধরনের সফলতা।
আমার দেশ সম্পাদক আরো বলেন, আমি এই প্রসঙ্গে আপনাদের একটা পুরোনো ইতিহাস মনে করিয়ে দিতে চাই। এই বাংলাদেশে একজন সুফি ও মহান ব্যক্তি এমন একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন আজ থেকে শত শত বছর আগে, সেই মাদরাসা সারা বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ মাদরাসা হিসেবে পরিচিত ছিল। সেই মহান ব্যক্তির নাম শরফুদ্দিন আবু তাওয়ামা। শরফুদ্দিন আবু তাওয়ামার যে মাদরাসা সোনারগাঁতে ছিল সেটা সারা বিশ্বে একটা এক্সাম্পল ছিল। আবু তাওয়ামার মাদরাসা সারা বিশ্বের মুসলমানের জন্য আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছিল -তেমনি তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা সারা বিশ্বে ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষায় পৃথিবীতে এক নম্বর স্থান অধিকার করবে। এটা আমি স্বপ্ন দেখি এবং এটা আমি দেখতে চাই।
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ যাইনুল আবেদীন শুভেচ্ছা বক্তব্যে বলেন, এই প্রতিষ্ঠানটি দিন দিন উন্নতির পথে এগিয়ে চলেছে। তবে দুঃখের বিষয়, লেখাপড়ার মান যেভাবে আরও উন্নত হওয়া প্রয়োজন ছিল, তা দেশ ও জাতীয় প্রেক্ষাপটে পুরোপুরি সম্ভব হয়নি। তবুও আমি আশাবাদী যে উদ্দেশ্যে এই দেশটি স্বাধীন হয়েছে, সেই উদ্দেশ্য একদিন অবশ্যই সফল হবে। যদি আল্লাহর কোরআন এ দেশে প্রতিষ্ঠিত হয়, এই দেশটি কোরআনের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়। তবেই এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে।
অ্যালামনাইদের উদ্দেশ্যে মিল্লাত অধ্যক্ষ বলেন, এই দেশটি অসংখ্য ত্যাগ ও রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আসুন, আমরা আমাদের সন্তানদেরকে ইসলামি শিক্ষায় শিক্ষিত করি, ইসলামের আলোয় সমাজ ও রাষ্ট্র পরিচালনার যোগ্য করে তুলি। আল্লাহ তাআলা যেন তাদেরকে সেই তৌফিক দান করেন -যাতে তারা আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করতে পারে, সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে পারে, এবং তাদের সৃষ্টির উদ্দেশ্য ও লক্ষ্য সফল করতে পারে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- আসসুন্নাহ ফাউন্ডেশন চেয়ারম্যান আহমাদুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল, ইসলামী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ প্রমুখ।

মালয়েশিয়ায় তা’মীরুল মিল্লাতের ছাত্রদের (মিল্লাতিয়ান) খুব সুনাম রয়েছে এবং এটা দেখে আমি খুব গর্ববোধ করেছিলাম মন্তব্য করেছেন আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমান।
শনিবার ১১টার দিকে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত প্রথম অ্যালামনাই কনফারেন্স ২০২৫ -এ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, তা’মীরুল মিল্লাত মাদরাসা যে কতটা সুনাম অর্জন করেছে সেটা আমি টের পেলাম যখন ২০১৯ সালে মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটিতে একটু লেখাপড়া করতে গেলাম। তখন ওখানে গিয়ে দেখলাম তা’মীরুল মিল্লাতের ছাত্রদের খুব সুনাম। এটা দেখে আমি খুব গর্ববোধ করেছিলাম। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের একটা সময় ছিল। আসলে মুসলমানদের জন্যে ইসলামী এবং আধুনিক শিক্ষার যে একটি মিশ্রণ, একটি মেলবন্ধন দরকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা তা’মীরুল মিল্লাত খুব সফলভাবে দেখাতে পেরেছে।
তিনি বলেন, একারণেই আজকে তা’মীরুল মিল্লাতের ছেলেরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় প্রথম হয়। মাদরাসা ছেলেরা বিভিন্ন আধুনিক সেক্যুলার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভিপি-জিএস নির্বাচিত হয়। এটা এক ধরনের সফলতা।
আমার দেশ সম্পাদক আরো বলেন, আমি এই প্রসঙ্গে আপনাদের একটা পুরোনো ইতিহাস মনে করিয়ে দিতে চাই। এই বাংলাদেশে একজন সুফি ও মহান ব্যক্তি এমন একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন আজ থেকে শত শত বছর আগে, সেই মাদরাসা সারা বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ মাদরাসা হিসেবে পরিচিত ছিল। সেই মহান ব্যক্তির নাম শরফুদ্দিন আবু তাওয়ামা। শরফুদ্দিন আবু তাওয়ামার যে মাদরাসা সোনারগাঁতে ছিল সেটা সারা বিশ্বে একটা এক্সাম্পল ছিল। আবু তাওয়ামার মাদরাসা সারা বিশ্বের মুসলমানের জন্য আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছিল -তেমনি তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা সারা বিশ্বে ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষায় পৃথিবীতে এক নম্বর স্থান অধিকার করবে। এটা আমি স্বপ্ন দেখি এবং এটা আমি দেখতে চাই।
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ যাইনুল আবেদীন শুভেচ্ছা বক্তব্যে বলেন, এই প্রতিষ্ঠানটি দিন দিন উন্নতির পথে এগিয়ে চলেছে। তবে দুঃখের বিষয়, লেখাপড়ার মান যেভাবে আরও উন্নত হওয়া প্রয়োজন ছিল, তা দেশ ও জাতীয় প্রেক্ষাপটে পুরোপুরি সম্ভব হয়নি। তবুও আমি আশাবাদী যে উদ্দেশ্যে এই দেশটি স্বাধীন হয়েছে, সেই উদ্দেশ্য একদিন অবশ্যই সফল হবে। যদি আল্লাহর কোরআন এ দেশে প্রতিষ্ঠিত হয়, এই দেশটি কোরআনের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়। তবেই এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে।
অ্যালামনাইদের উদ্দেশ্যে মিল্লাত অধ্যক্ষ বলেন, এই দেশটি অসংখ্য ত্যাগ ও রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আসুন, আমরা আমাদের সন্তানদেরকে ইসলামি শিক্ষায় শিক্ষিত করি, ইসলামের আলোয় সমাজ ও রাষ্ট্র পরিচালনার যোগ্য করে তুলি। আল্লাহ তাআলা যেন তাদেরকে সেই তৌফিক দান করেন -যাতে তারা আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করতে পারে, সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে পারে, এবং তাদের সৃষ্টির উদ্দেশ্য ও লক্ষ্য সফল করতে পারে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- আসসুন্নাহ ফাউন্ডেশন চেয়ারম্যান আহমাদুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল, ইসলামী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ প্রমুখ।

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ৯০ হাজার সেনা, আড়াই হাজারের বেশি নৌবাহিনী ও দেড় হাজার বিমানবাহিনীর সদস্য মাঠে নামছে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে বলেও প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের আলোচনা হয়েছে।
১ ঘণ্টা আগে
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, কল্যাণরাষ্ট্র গঠন করতে হলে প্রবীণদের অতীত অভিজ্ঞতা, জ্ঞানের আলো আর জীবনের বাস্তবতা নিয়ে নবীনদের সৃজনশীলতার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
৩ ঘণ্টা আগে
দেশের প্রান্তিক খামারি ও মৎস্যচাষিদের বিদ্যুৎ বিলের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, কৃষকেরা যে রেটে ভর্তুকিপ্রাপ্ত বিদ্যুৎ পান, খামারিরা তা পান না; বরং তাদের ইন্ডাস্ট্রিয়াল বা কমার্শিয়াল রেটে বিল দিতে হয়।
৩ ঘণ্টা আগে
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, জনমানুষের আস্থাই হলো বিচার বিভাগের মূল চালিকাশক্তি বা মেরুদণ্ড এবং আস্থাশীল বিচার বিভাগই হলো গণতন্ত্রের প্রাণ। বিচার বিভাগ জনমানুষের আস্থা হারালে দেশে আইনের শাসন ভেঙে পড়ে। বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করা এবং বিচারকদের সততা, নৈতিকতা, সাহসিকতা এবং ....
৩ ঘণ্টা আগে