অমর একুশে বইমেলা-২০২৬ উপলক্ষে গঠিত পরিচালনা কমিটির প্রথম বৈঠকে মেলার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বুধবার বাংলা একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা পাঠক ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে। তবে ছুটির দিনগুলোতে মেলা সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।
বুধবার আমার দেশকে এ তথ্য জানান অমর একুশে বইমেলা-২০২৬ পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির সচিব ড. সেলিম রেজা।
ড. সেলিম রেজা আমার দেশকে জানান, আজ বইমেলা পরিচালনা কমিটির প্রথম বৈঠকে মেলার সময়সূচি নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে মেলার সার্বিক প্রস্তুতি, স্টল বরাদ্দ, ইভেন্ট ব্যবস্থাপনা, নিরাপত্তা ও পরিচালনাগত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
তিনি বলেন, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা পাঠক ও ক্রেতাদের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে ছুটির দিনগুলোতে মেলা সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।
কতটি স্টল বরাদ্দ দেওয়া হবে জানতে চাইলে তিনি জানান, আগামী ১৬ জানুয়ারি বইমেলার স্টল বরাদ্দের জন্য আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কতগুলো স্টল বরাদ্দ দেওয়া হবে, তা আবেদনের ওপর নির্ভর করবে। কোন কোন কোম্পানি স্পন্সর হিসেবে থাকবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এবারের বইমেলার ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে ‘বর্তমান বাংলা লিমিটেড’-কে। তারা স্পন্সরের বিষয়টি দেখবে।
আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলতি বছর ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে বাংলা একাডেমি ঘোষণা দেয়Ñআগামী ২০ ফেব্রুয়ারি ১৫ মার্চ পর্যন্ত বইমেলা চলবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

