আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এমইএসের বার্ষিক সম্মেলনে সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার
এমইএসের বার্ষিক সম্মেলনে সেনাপ্রধান

ঢাকা সেনানিবাসের এমইএস কনভেনশন হলে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস) এর বার্ষিক সম্মেলন শুরু হয়েছে।

মঙ্গলবার ঢাকা সেনানিবাসের এমইএস কনভেনশন হলে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ এর সভাপতিত্বে তিন দিনব্যাপী এমইএস এর বার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, এমইএস-এ কর্মরত সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত থেকে এবং ভিটিসি’র মাধ্যমে সংযুক্ত হয়ে অংশগ্রহণ করেন।

মঙ্গলবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন