আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সবার কাছে দোয়া চাইলেন পিনাকী

আমার দেশ অনলাইন
সবার কাছে দোয়া চাইলেন পিনাকী

জনপ্রিয় লেখক, গবেষক ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্যকে প্যারিসের একটি হাসপাতালে নেয়া হয়েছে। নিবিড় পর্যবেক্ষণে পরীক্ষা-নীরিক্ষা চলছে।

বৃহস্পতিবার বিকেলে পিনাকী ভট্টাচার্যের ভেরিফাইয়েড পেইজে এক পোস্টে এই তথ্য দিয়ে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পোস্টে বলা হয়, পিনাকী ভট্টাচার্য কয়েকদিন ধরেই অসুস্থতা বোধ করছেন। আজকে পরিস্থিতি কিঞ্চিৎ অবনতি হওয়ায় বৃহত্তর প্যারিসের একটি হাসপাতালে আনা হয়েছে। ডাক্তারেরা আশংকা করছে উনি আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন সম্ভবত সেটি নিয়ে জটিলতা দেখা দিয়েছে।

আপাতত নিবিড় পর্যবেক্ষণে পরীক্ষা-নীরিক্ষা চলছে। সবাই দোয়া করবেন। এডমিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন