দাবি আদায়ে 'প্রকৌশলী অধিকার আন্দোলন'এর আত্মপ্রকাশ

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৫, ২১: ৫৯

বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলী ও বর্তমানে প্রকৌশল বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের দাবি আদায়ে প্রকৌশলীদের নতুন সংগঠন 'প্রকৌশলী অধিকার আন্দোলন' আত্মপ্রকাশ করেছে।

মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) কাউন্সিল হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির আত্মাপ্রকাশ ঘোষণা করা হয়। এতে মাঈন উদ্দীন ও আবু উবায়দা মায়াজকে আহ্বায়ক এবং মো. কাউছার আহমেদ পরশকে সদস্য সচিব করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রকৌশল অধিকার আন্দোলনের নেতৃবৃন্দরা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিতে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না; টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে; ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। নন এক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইইবি-বিএইটিই এক্রিডিটেশনের আওতায় আনতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থী, সদ্য গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার এবং জ্যেষ্ঠ প্রকৌশলীর।

বিষয়:

প্রকৌশলী

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত