আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভ্যাকসিন প্লান্ট নির্মাণে ৪০ একর জমি বরাদ্দ নেয়া হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা

উপজেলা প্রতিনিধি, (সিরাজদিখান) মুন্সিগঞ্জ

ভ্যাকসিন প্লান্ট নির্মাণে ৪০ একর জমি বরাদ্দ নেয়া হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে অ্যান্টিভেনমসহ কিছু ওষুধ ছাড়া প্রায় ৭০ শতাংশ ওষুধ সরবরাহ করা সম্ভব হচ্ছে, যা মানের দিক থেকে কোনো বেসরকারি উৎপাদকের চেয়ে কম নয়।

শনিবার (১৬ আগস্ট) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভ্যাকসিন প্ল্যান্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভ্যাকসিন প্ল্যান্ট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। তবে ৯০ থেকে ১০০ শতাংশ চাহিদা পূরণে অতিরিক্ত যন্ত্রপাতি আমদানি করতে হবে।

তিনি বলেন, দেশের চাহিদা অনুযায়ী নতুন ভ্যাকসিন ও ওষুধ উৎপাদনে সরকার অগ্রাধিকার দিচ্ছে। ভ্যাকসিন উৎপাদনের পর তা সারা দেশে সরবরাহের জন্য উপযুক্ত পরিবহন ব্যবস্থা থাকতে হবে। গোপালগঞ্জ এ জন্য উপযোগী নয়, কারণ প্রযুক্তি ও বিশেষজ্ঞদের সবসময় সেখানে রাখা সম্ভব হবে না। তাই সিরাজদিখানেই ভ্যাকসিন প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে।

এরই মধ্যে প্রায় ৪০ একর জমি বরাদ্দ নেয়া হয়েছে বলে জানান তিনি। জমি রেজিস্ট্রেশন সম্পন্ন হলে নদীভাঙন রোধে বিসিক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এরপর ধাপে ধাপে যন্ত্রপাতি আমদানি ও অন্যান্য অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সব মিলিয়ে পূর্ণ সক্ষমতা অর্জনে আরো আড়াই থেকে তিন বছর সময় লাগবে।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন