স্টাফ রিপোর্টার
ফেলানীসহ সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় এবং ফারাক্কার পানির ন্যায্য হিস্যার দাবিতে ঢাকা থেকে রাজশাহী-চাঁপাইনবাগঞ্জ অভিমুখে লংমার্চ শুরু করেছে বাংলাদেশের জনগণ নামে একটি সংগঠন।
শনিবার রাত ১১টার দিকে সংগঠনটির দেড় শতাধিক সদস্য কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে শাহাবাগে গিয়ে বাসে রাজশাহী-চাঁপাইনবাগঞ্জ অভিমুখে লংমার্চ শুরু করেছে।
এর আগে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের জনগণ সংগঠনের মুখপাত্র আবু মোস্তাফিজ, আম জনতার নেতা মাসুদ জাকারিয়া, শহিদুল হক মিন্টু ও তারেক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, কাঁটাতারে ঝুলন্ত শুধু ফেলানীর লাশের ছবি নয়, এই ছবি যেন কাঁটাতারে বিদ্ধ বাংলাদেশের সার্বভৌমত্ব। বিগত ১৫ বছরে আ.লীগের নতজানু পররাষ্ট্রনীতির ফল ফেলানীসহ অসংখ্য ভাইবোন বিএসএফের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাই নতজানু পররাষ্ট্রনীতি ও রাজনীতিকদের ভারত তোষণনীতির বিরুদ্ধে আমাদের এই লংমার্চ তীব্র ধিক্কার।
তারা আরও বলেন, ফারাক্কা বাঁধ দিয়ে ভারত আমাদেরকে পানির ন্যায্য প্রাপ্য থেকেও বঞ্চিত করেছে। এভাবে আর চলতে দেয়া হবে না। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশের মানুষ এখন সোচ্চার হয়েছে। আগামী দিনে ভারতীয় যেকোনো আগ্রাসন প্রতিরোধ করা হবে।
লংমার্চের গাড়ির বহর সকালে রাজশাহী পৌঁছাবে। সেখানে সামান্য বিরতি শেষে আবার চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জের উদ্দেশ্যে রওনা হবে। পরে তারা কিরণগঞ্জে ভারতীয় আগ্রাসন বিরোধী সমাবেশ ও সামাজিক জেয়াফতে মিলিত হবেন। সেখানে কয়েক হাজার লোকের সমাবেশ ঘটবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতারা।
ফেলানীসহ সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় এবং ফারাক্কার পানির ন্যায্য হিস্যার দাবিতে ঢাকা থেকে রাজশাহী-চাঁপাইনবাগঞ্জ অভিমুখে লংমার্চ শুরু করেছে বাংলাদেশের জনগণ নামে একটি সংগঠন।
শনিবার রাত ১১টার দিকে সংগঠনটির দেড় শতাধিক সদস্য কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে শাহাবাগে গিয়ে বাসে রাজশাহী-চাঁপাইনবাগঞ্জ অভিমুখে লংমার্চ শুরু করেছে।
এর আগে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের জনগণ সংগঠনের মুখপাত্র আবু মোস্তাফিজ, আম জনতার নেতা মাসুদ জাকারিয়া, শহিদুল হক মিন্টু ও তারেক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, কাঁটাতারে ঝুলন্ত শুধু ফেলানীর লাশের ছবি নয়, এই ছবি যেন কাঁটাতারে বিদ্ধ বাংলাদেশের সার্বভৌমত্ব। বিগত ১৫ বছরে আ.লীগের নতজানু পররাষ্ট্রনীতির ফল ফেলানীসহ অসংখ্য ভাইবোন বিএসএফের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাই নতজানু পররাষ্ট্রনীতি ও রাজনীতিকদের ভারত তোষণনীতির বিরুদ্ধে আমাদের এই লংমার্চ তীব্র ধিক্কার।
তারা আরও বলেন, ফারাক্কা বাঁধ দিয়ে ভারত আমাদেরকে পানির ন্যায্য প্রাপ্য থেকেও বঞ্চিত করেছে। এভাবে আর চলতে দেয়া হবে না। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশের মানুষ এখন সোচ্চার হয়েছে। আগামী দিনে ভারতীয় যেকোনো আগ্রাসন প্রতিরোধ করা হবে।
লংমার্চের গাড়ির বহর সকালে রাজশাহী পৌঁছাবে। সেখানে সামান্য বিরতি শেষে আবার চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জের উদ্দেশ্যে রওনা হবে। পরে তারা কিরণগঞ্জে ভারতীয় আগ্রাসন বিরোধী সমাবেশ ও সামাজিক জেয়াফতে মিলিত হবেন। সেখানে কয়েক হাজার লোকের সমাবেশ ঘটবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতারা।
ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় ভূরুঙ্গামারী, থানচি ও মেহেরপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন তিনটি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। এই তিন ব্যাটালিয়নসহ বিজিবির জন্য মোট ২ হাজার ২৫৮টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-১ শাখা থেকে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৪ মিনিট আগেপরে অন্য সিনিয়র রিপোর্টারদের সঙ্গে কুশল বিনিময় করেন এ্যানি। এ সময় আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার বাছির জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
২৪ মিনিট আগেসেন্টমার্টিন দ্বীপে নৌযান চলাচলের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। বুধবার মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগেতিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদানের সময় ও এসেম্বলিতে তামাকের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরতে হবে। এছাড়া শিক্ষকদের প্রশিক্ষণের সময়েও এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। এ সময় উপদেষ্টা তামাকমুক্ত বিদ্যালয় ক্যাম্পাস গড়ে তুলতে যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
২ ঘণ্টা আগে