
ফারাক্কায় ক্ষতিগ্রস্ত ৬ কোটি মানুষ, মৃতপ্রায় ৫০ নদী
মানবসৃষ্ট দুর্যোগের অর্ধ শতক ইতোমধ্যে পার হয়েছে চলতি বছরের ২১ এপ্রিল। ১৯৭৫ সালে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গঙ্গার বুকে নির্মাণ করা হয়েছিল ফারাক্কা বাঁধ। কলকাতা বন্দর রক্ষার নামে নির্মিত এই ব্যারাজ গত পাঁচ দশক ধরে বাংলাদেশের নদীকেন্দ্রিক জীবন-জীবিকাকে ঠেলে দিয়েছে এক জটিল সংকটের দিকে।
















