আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির বিষয়ে নতুন নির্দেশনা

স্টাফ রিপোর্টার
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির বিষয়ে নতুন নির্দেশনা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন নিয়ে শিক্ষা বোর্ডগুলোকে জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস সেলের অধীন এমপিও আবেদনের সময় একদিন বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক পরিপত্রে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ১৮ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত এডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে অথবা চলমান রয়েছে, সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ সব শিক্ষা বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ (সংশোধনীসহ) অনুযায়ী আগামী ৩০ নভেম্বরে মধ্যে আবশ্যিকভাবে নিয়মিত কমিটি গঠন করতে হবে।

এতে বলা হয়, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো এডহক কমিটি গঠিত হয়নি, ওই প্রবিধানমালা ২০২৪ (সংশোধনীসহ) মোতাবেক আগামী ১৫ দিনের মধ্যে এডহক কমিটি গঠন করত। আগামী ৩০ নভেম্বরে মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে। সব এডহক কমিটি আগামী ১ ডিসেম্বর থেকে বিলুপ্ত হবে। কমিটি গঠনে ব্যর্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান দায়ী থাকবেন এবং বিধিমতে ব্যবস্থাদির আওতায় আসবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মাদ্রাসা শিক্ষকদের এমপিও আবেদনের সময় বাড়লো

এদিকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস সেলের অধীন এমপিও আবেদনের সময় একদিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস সেলের অধীন এমপিও আবেদনের সর্বশেষ সময় ৮ সেপ্টেম্বর নির্ধারিত ছিলো। আবেদনের প্রক্রিয়ায় প্রযুক্তিগত জটিলতা এবং অন্যান্য প্রয়োজনীয়তার কারণে নির্ধারিত সময়ের থেকে একদিন বাড়ানো হয়েছে।

এমপিও আবেদনের সর্বশেষ সময় ৯ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদন ফরওয়ার্ড করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে, বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন