আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সচিবালয়ে ৭ নম্বর ভবনে দাপ্তরিক কাজ শুরু

স্পোর্টস রিপোর্টার

সচিবালয়ে ৭ নম্বর ভবনে দাপ্তরিক কাজ শুরু

সচিবালয়ের ৭ নম্বর ভবনে দাপ্তরিক কাজ শুরু হয়েছে। আগুনের ঘটনার পর কর্মকর্তা কর্মচারীদের জন্য বৃহস্পতিবার খুলে দেওয়া হয় ভবনটি।

সচিবালয়ে সরজমিনে গিয়ে দেখা গেছে, এ ভবনে থাকা কর্মকর্তা ও কর্মচারীরা ভবনটিতে আসা যাওয়া করছেন।

বিজ্ঞাপন

গেটে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা আমার দেশকে জানিয়েছেন, সীমিত পর্যায়ে কর্মকর্তাদের প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে জরুরি কাজের জন্য। তারা জানান, যেসব কক্ষগুলো অক্ষত রয়েছে সেগুলোতে তারা গেটে নাম, পদবি ও মন্ত্রণালয় কিংবা দপ্তরের নাম তালিকাভুক্ত করে প্রবেশ করছেন। বের হওয়ার সময়ও তারা রেজিস্টার খাতায় সই করছেন। দুপুর ১টা পর্যন্ত ১৫২ জন কর্মকর্তা-কর্মচারী ভবনটিতে প্রবেশ করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...