আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিশ্ব ইজতেমার প্রথম দিন আজ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি

বিশ্ব ইজতেমার প্রথম দিন আজ

তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার আজ প্রথম দিন। গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব আ’ম বয়ানের মধ্যদিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। ইতোমধ্যে ময়দানজুড়ে অবস্থান নিয়েছেন মুসল্লিরা। অংশ নিয়েছেন তাবলিগ মুরুব্বি যুবায়ের অনুসারী শূরায়ে নেজামির তাবলিগ সদস্যরা।

গতকাল ভারতের মাওলানা ইব্রাহীম দেওলার আ’ম বয়ান করেন। এর বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের তাবলিগ জামাতের র্শীষ মুরুব্বী ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ যুবায়ের আহমেদ।

বিজ্ঞাপন

বাদ মাগরিবের বয়ানকে কেউ কেউ আ’ম বয়ান বললেও প্রকৃতপক্ষে এটি সমবেত মুসল্লিদের উদ্দেশে তালিমী বয়ান।

ইজতেমাকে কেন্দ্র করে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা ময়দানে তাদের জন্য নির্ধারিত খিত্তায় অংশ নিয়ে বয়ান, তালিম, কারগুজারি, তাশকিল, কোরআন তেলাওয়াত, জিকির-আসকার ও ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছেন।

লাখো মুসল্লির পদচারণায় টঙ্গী এখন ইবাদতের নগরীতে পরিণত হয়েছে। যেদিকে চোখ যায় শুধু টুপি-পাঞ্জাবি পড়া মুসল্লির দেখা মেলে।

এ ব্যাপারে বিশ্ব ইজতেমার শূরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি বিশ্ব ইজতেমায় ময়দানে এসে অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার মাগরিব আ’ম বয়ানের মধ্যদিয়ে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন