
স্টাফ রিপোর্টার

সৌদি আরবের ইসলামিক বিষয়ক, দাওয়াত ও দিকনির্দেশনা মন্ত্রী শেখ ড. আব্দুললতীফ বিন আবদুল আজিজ আল-শাইখ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জেদ্দা প্রদেশে তার দপ্তরে বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন এবং তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলটি বর্তমানে সরকারি সফরে সৌদি আরবে অবস্থান করছে।
সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের কল্যাণ ও ধর্মীয় সেবায় সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। সৌদি মন্ত্রী বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনাধীন ইমাম প্রশিক্ষণ কর্মসূচিতে সহায়তার আশ্বাস প্রদান করেন।
শেখ ড. আব্দুললতীফ আল-শাইখ বলেন, সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও ভ্রাতৃসুলভ সম্পর্ক আরও গভীর ও দৃঢ়। তিনি জানান, ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় দাওয়াত, সচেতনতা এবং দিকনির্দেশনামূলক কার্যক্রমে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে আগ্রহী, যা সৌদি আরবের ইসলামের সহনশীল মূল্যবোধ প্রচারের বৈশ্বিক বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
অন্যদিকে, বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. খালিদ হোসেন সৌদি মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সন্তোষ প্রকাশ করেন এবং ইসলাম ও মুসলমানদের সেবায় সৌদি আরবের নেতৃত্বমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি দুই পবিত্র মসজিদ ও হজযাত্রীদের সেবায় সৌদি সরকারের বিশাল প্রচেষ্টার প্রশংসা করে বলেন, মধ্যপন্থা ও সহনশীলতার বার্তা ছড়িয়ে দিতে সৌদি আরবের ভূমিকা প্রশংসনীয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে দাওয়াত ও ধর্মীয় শিক্ষা কার্যক্রমে যৌথ সহযোগিতা জোরদার করতে আগ্রহী, যা উভয় দেশের পারস্পরিক স্বার্থ রক্ষা করবে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন—সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম এবং হজ কনসাল আসলাম উদ্দীন।
এসআর

সৌদি আরবের ইসলামিক বিষয়ক, দাওয়াত ও দিকনির্দেশনা মন্ত্রী শেখ ড. আব্দুললতীফ বিন আবদুল আজিজ আল-শাইখ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জেদ্দা প্রদেশে তার দপ্তরে বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন এবং তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলটি বর্তমানে সরকারি সফরে সৌদি আরবে অবস্থান করছে।
সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের কল্যাণ ও ধর্মীয় সেবায় সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। সৌদি মন্ত্রী বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনাধীন ইমাম প্রশিক্ষণ কর্মসূচিতে সহায়তার আশ্বাস প্রদান করেন।
শেখ ড. আব্দুললতীফ আল-শাইখ বলেন, সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও ভ্রাতৃসুলভ সম্পর্ক আরও গভীর ও দৃঢ়। তিনি জানান, ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় দাওয়াত, সচেতনতা এবং দিকনির্দেশনামূলক কার্যক্রমে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে আগ্রহী, যা সৌদি আরবের ইসলামের সহনশীল মূল্যবোধ প্রচারের বৈশ্বিক বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
অন্যদিকে, বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. খালিদ হোসেন সৌদি মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সন্তোষ প্রকাশ করেন এবং ইসলাম ও মুসলমানদের সেবায় সৌদি আরবের নেতৃত্বমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি দুই পবিত্র মসজিদ ও হজযাত্রীদের সেবায় সৌদি সরকারের বিশাল প্রচেষ্টার প্রশংসা করে বলেন, মধ্যপন্থা ও সহনশীলতার বার্তা ছড়িয়ে দিতে সৌদি আরবের ভূমিকা প্রশংসনীয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে দাওয়াত ও ধর্মীয় শিক্ষা কার্যক্রমে যৌথ সহযোগিতা জোরদার করতে আগ্রহী, যা উভয় দেশের পারস্পরিক স্বার্থ রক্ষা করবে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন—সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম এবং হজ কনসাল আসলাম উদ্দীন।
এসআর

চলতি নভেম্বরের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৩৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ হাজার ৪২১ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
১ ঘণ্টা আগে
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন ও আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে নতুন দুটি দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
২ ঘণ্টা আগে
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে উপদেষ্টা এ কথা বলেন।
২ ঘণ্টা আগে
পদায়নকৃত জেলা প্রশাসকদের মধ্যে মোহাম্মদ নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামে, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক (উপসচিব) এস এম মেহেদী হাসানকে লক্ষ্মীপুরে, পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফীকে মুন্সীগঞ্জে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাই
২ ঘণ্টা আগে