আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আমার দেশ-কে যা জানালেন হাদির বড় ভাই

আমার দেশ অনলাইন

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আমার দেশ-কে যা জানালেন হাদির বড় ভাই

ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির পরিবারের কেউ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছেন না। রোববার সন্ধ্যার পর ওসমান হাদির বড় ভাই ওমর হাদি আমার দেশ-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওমর হাদি বলেন, আমাদের পরিবার থেকে কেউ নির্বাচনে অংশ নেবেন না।

বিজ্ঞাপন

এর আগে ওসমান হাদির শাহাদাতের পরে তার আসন থেকে কে নির্বাচন করবেন সে নিয়ে জল্পনাকল্পনা চলছিল। হাদি পরিবার থেকে ওসমান হাদির বড় বোনের নাম শোনা যাচ্ছিল।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পরে পল্টন এলাকায় গুলিকাঘাতে আক্রান্ত হন শহীদ শরিফ ওসমান হাদি। এরপর দেশে চিকিৎসা চলছিল। কিন্তু দেশে সম্ভব না হওয়ায় পরবর্তীতে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর শাহাদাত বরণ করেন ওসমান হাদি। ১৯ ডিসেম্বর তার লাশ ঢাকায় নিয়ে আসা হয়। ২০ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ওসমান হাদিকে সমাহিত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন