বিশেষ প্রতিনিধি, কলকাতা
ভারত-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েনে ক্ষতির মুখে পড়েছেন সুন্দরবনের শুঁটকি মাছ ব্যবসায়ীরা। ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, পাথরপ্রতিমা ও বকখালি এলাকার বহু পরিবার মূলত এ ব্যবসার ওপর নির্ভরশীল।
সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির কারণে বাংলাদেশে শুঁটকি রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় এ ব্যবসা মুখথুবড়ে পড়েছে। এলাকার শত শত মৎস্যজীবী, যারা নদী ও সমুদ্র থেকে মাছ সংগ্রহ করে তা শুকিয়ে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে বিদেশে বিক্রি করতেন, এখন কার্যত তারা কর্মহীন। এ ব্যবসার মাধ্যমে তারা সারা বছরের রোজগার নিশ্চিত করতেন। কিন্তু বর্তমানে বিক্রি না হওয়ায় শুকনা মাছ জমে যাচ্ছে। এতে আয় কমে যাওয়ায় তাদের দিন চলছে ধারদেনা করে।
তার ওপর বর্ষা নামায় চরম অনিশ্চয়তায় ভুগছে এ ব্যবসার সঙ্গে যুক্ত পরিবারগুলো। তাদের বক্তব্য, সরকার যদি কৃষক, শ্রমিক ও মাঝিদের জন্য সাহায্যের হাত বাড়াতে পারে, তবে আমাদের কথাও ভাবা উচিত। আমরা কাজ করতে চাই কিন্তু বাজার নেই, রপ্তানির রাস্তাও বন্ধ।
স্থানীয়দের দাবি, দ্রুত এ সমস্যা সমাধানে কেন্দ্র ও রাজ্য সরকারকে এগিয়ে আসা উচিত। নইলে অদূর ভবিষ্যতে বহু পরিবারকে অনাহারে দিন কাটাতে হতে পারে। সুন্দরবনের প্রান্তিক মানুষের এ সংকটে সরকারি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।
সাধারণত শীত পড়তেই জোরকদমে শুরু হয় শুঁটকি মাছ তৈরির কাজ। বাংলা থেকে এ শুঁটকি যায় আসাম, ত্রিপুরাসহ দেশের মধ্যে একাধিক রাজ্যে। সেই সঙ্গে বিপুল পরিমাণ শুঁটকি মাছ যায় বাংলাদেশেও।
ওপার বাংলায় শুঁটকির ভালো চাহিদা রয়েছে। তবে এ বছর বড় পাইকারি ব্যবসায়ীরা যারা বাংলাদেশে মাছ রফতানি করেন, তারা মাছ নিতে চাইছেন না দুই দেশে সাম্প্রতিক সম্পর্কের অবনতির কারণে।
ভারত-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েনে ক্ষতির মুখে পড়েছেন সুন্দরবনের শুঁটকি মাছ ব্যবসায়ীরা। ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, পাথরপ্রতিমা ও বকখালি এলাকার বহু পরিবার মূলত এ ব্যবসার ওপর নির্ভরশীল।
সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির কারণে বাংলাদেশে শুঁটকি রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় এ ব্যবসা মুখথুবড়ে পড়েছে। এলাকার শত শত মৎস্যজীবী, যারা নদী ও সমুদ্র থেকে মাছ সংগ্রহ করে তা শুকিয়ে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে বিদেশে বিক্রি করতেন, এখন কার্যত তারা কর্মহীন। এ ব্যবসার মাধ্যমে তারা সারা বছরের রোজগার নিশ্চিত করতেন। কিন্তু বর্তমানে বিক্রি না হওয়ায় শুকনা মাছ জমে যাচ্ছে। এতে আয় কমে যাওয়ায় তাদের দিন চলছে ধারদেনা করে।
তার ওপর বর্ষা নামায় চরম অনিশ্চয়তায় ভুগছে এ ব্যবসার সঙ্গে যুক্ত পরিবারগুলো। তাদের বক্তব্য, সরকার যদি কৃষক, শ্রমিক ও মাঝিদের জন্য সাহায্যের হাত বাড়াতে পারে, তবে আমাদের কথাও ভাবা উচিত। আমরা কাজ করতে চাই কিন্তু বাজার নেই, রপ্তানির রাস্তাও বন্ধ।
স্থানীয়দের দাবি, দ্রুত এ সমস্যা সমাধানে কেন্দ্র ও রাজ্য সরকারকে এগিয়ে আসা উচিত। নইলে অদূর ভবিষ্যতে বহু পরিবারকে অনাহারে দিন কাটাতে হতে পারে। সুন্দরবনের প্রান্তিক মানুষের এ সংকটে সরকারি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।
সাধারণত শীত পড়তেই জোরকদমে শুরু হয় শুঁটকি মাছ তৈরির কাজ। বাংলা থেকে এ শুঁটকি যায় আসাম, ত্রিপুরাসহ দেশের মধ্যে একাধিক রাজ্যে। সেই সঙ্গে বিপুল পরিমাণ শুঁটকি মাছ যায় বাংলাদেশেও।
ওপার বাংলায় শুঁটকির ভালো চাহিদা রয়েছে। তবে এ বছর বড় পাইকারি ব্যবসায়ীরা যারা বাংলাদেশে মাছ রফতানি করেন, তারা মাছ নিতে চাইছেন না দুই দেশে সাম্প্রতিক সম্পর্কের অবনতির কারণে।
আগামী শুক্র ও শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে। এ জন্য ঢাকা কাস্টমস হাউসের সব শুল্ক দলের অফিস খোলা থাকবে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
১৫ মিনিট আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট চেয়ে জটিলতা তৈরি করছে বিএনপি। নভেম্বরে গণভোট হলে নির্বাচনের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় থাকবে। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
৪২ মিনিট আগেসেন্টমার্টিন দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে সরকার নতুন ১২ নির্দেশনা জারি করেছে। বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা হতে ১২টি নির্দেশনা সংবলিত প্রজ্ঞাপন জারি করা হয়।
৪৩ মিনিট আগেপর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে, যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।
১ ঘণ্টা আগে