সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই সুইজারল্যান্ডের জেনেভাতে একটি স্থায়ী মিশন থাকলেও বার্নে কোনো পৃথক দূতাবাস ছিল না। বিশ্বের বেশিরভাগ দেশের দূতাবাস বার্নে অবস্থিত হওয়ায় এই নতুন মিশন স্থাপনের প্রয়োজনীয়তা দীর্ঘদিনের। এতদিন জেনেভার স্থায়ী মিশন থেকেই জাতিসংঘ সংশ্লিষ্ট কাজের পাশাপাশি দূতাবাসের নিয়মিত কূটনৈতিক ও প্রশাসনিক দায়িত্বগুলো পালন করা হতো।
প্রেস উইং আরও জানায়, সুইজারল্যান্ড বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী ও কৌশলগত অংশীদার হওয়ায় বার্নে একটি স্বাধীন দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই মিশনের কার্যক্রম শুরু করতে প্রাথমিকভাবে একজন রাষ্ট্রদূত, একজন ফার্স্ট সেক্রেটারি ও প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। এই দূতাবাসটি চালু হলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা আরও সুসংহত হবে এবং প্রবাসী সেবার মান বাড়বে। উল্লেখ্য যে, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের মোট ৮২টি মিশন অফিস রয়েছে। বার্নের এই নতুন দূতাবাসটি সেই তালিকায় নতুন সংযোজন হতে যাচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

