আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনি প্রচারণায় ময়লা পানি নিক্ষেপ, যা বললেন হাদি

আমার দেশ অনলাইন

নির্বাচনি প্রচারণায় ময়লা পানি নিক্ষেপ, যা বললেন হাদি

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে যাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নির্বাচনি প্রচারণায় ময়লা পানি ছুড়ে মারা হয়েছে। শনিবার রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে প্রচারণাকালে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে হাদিকে বলতে শোনা যায়, ভাই, ময়লা পানি যে মারছেন আরো মারতে পারেন, সমস্যা নেই মারেন। তিনবার মারছে ময়লা পানি। ময়লা পানি মেরে যদি আপনাদের শান্তি হয়, তাহলে মারেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, আমরা একটা রাজনৈতিক শিষ্টাচার তৈরি করার কাজ করছি। আপনি যাকে পছন্দ করেন না তার গায়ে যে ময়লা পানিও ছোড়া যায় আমরা এই রাজনৈতিক শিষ্টাচারই তৈরি করতে চাচ্ছি। এ জন্য আমাদের আরো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাহবাগ, মতিঝিল, রমনা, পল্টন ও শাহজাহানপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শরীফ ওসমান হাদি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...