আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিমান বিধ্বস্ত

সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বৈঠক চলছে

স্টাফ রিপোর্টার

সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বৈঠক চলছে

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তার জন্য সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বাংলাদেশের চিকিৎসকদের বৈঠক চলছে। বুধবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এ বৈঠক শুরু হয়।

বিজ্ঞাপন

বৈঠকে সিঙ্গাপুর চিকিৎসক দলের নেতৃত্বে রয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট চং সি জ্যাক। বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা আহতদের পর্যবেক্ষণ করবেন এ চিকিৎসক দলের সদস্যরা।

পরবর্তীতে তাদের সিদ্ধান্ত অনুযায়ী আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। এখনো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪৪ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ১২ জনকে আইসিইতে রাখা হয়েছে। আর সিএমএইচে ভর্তি আছেন ২১ জন। সব মিলিয়ে ঢাকার ৫টি হাসপাতালে ভর্তি রয়েছেন বিমান দুর্ঘটনায় দগ্ধ ৬৮ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন