আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আজ চন্দ্রগ্রহণ, দেখা যেতে পারে বাংলাদেশ থেকেও

আতিকুর রহমান নগরী

আজ চন্দ্রগ্রহণ, দেখা যেতে পারে বাংলাদেশ থেকেও
ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন স্থানে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করা সম্ভব হবে। গ্রহণটি স্থায়ী হবে মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট। রোববার বাংলাদেশ সময় রাত ৯টা ২৭ মিনিটে গ্রহণ শুরু হয়ে চলবে সোমবার ভোর পর্যন্ত।

বিজ্ঞাপন

গতকাল শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও চন্দ্রগ্রহণ দেখা যাবে।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ স্পষ্টভাবে দেখা যাবে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত বিস্তৃত এলাকায়। এর বাইরে আশপাশের অঞ্চলে আংশিক গ্রহণ দৃশ্যমান হবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এই গ্রহণ দেখা যাবে না।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আকাশপ্রেমীদের জন্য এটি এক দুর্লভ সুযোগ। শুধু সৌন্দর্য নয়, চাঁদের লাল আভা পর্যবেক্ষণের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলের অবস্থাও বোঝা যাবে।

কেন ঘটে চন্দ্রগ্রহণ: চন্দ্রগ্রহণ ঘটে তখনই, যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান নেয়। পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে দাঁড়ালে তার ছায়া চাঁদের ওপর পড়ে। এ সময় তিনটি খ-বস্তুর কৌণিক দূরত্ব নির্ধারণ করে গ্রহণটি পূর্ণগ্রাস নাকি খণ্ডগ্রাস হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন