আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বকেয়া বেতনের দাবিতে কারওয়ান বাজারে রেললাইন অবরোধ

স্পোর্টস রিপোর্টার

বকেয়া বেতনের দাবিতে কারওয়ান বাজারে রেললাইন অবরোধ
রাজধানীর কারওয়ান বাজারে এফডিসি রেলগেটে অবরোধ করেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকেরা। ছবি: আমার দেশ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর কারওয়ান বাজার রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছে বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী (টিএলআর) শ্রমিকেরা। মঙ্গলবার সকালের দিকে এফডিসি রেলগেটে তারা এই অবরোধ কর্মসূচি পালন করে। এতে ঢাকার সঙ্গে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের কিছু রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীরা জানান, পাঁচ মাসের বেতন বকেয়া রয়েছে। তাছাড়া বর্তমান দ্রব্যমূল্যের সমন্বয় করে বেতনভাতা বাড়ানোর দাবি রেলের এই অস্থায়ী কর্মচারীদের।

তাদের অভিযোগ, বকেয়া বেতনের দাবিতে স্মারকলিপিসহ বারবার কর্তৃপক্ষের কাছে গিয়েও কোনো সমাধান পাননি৷ পরে ১৭ ডিসেম্বর সকাল থেকে কর্মবিরতির সিদ্ধান্ত নেন তারা ৷

এদিকে রেলওয়ে ঢাকা বিভাগীয় কার্যালয়ের কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমরা সকালের দিকে খবর পেয়েছি, রেলের অস্থায়ী কর্মচারীরা বিক্ষোভ শুরু করেছেন। তাদের ৫ মাসের বেতন বকেয়া বাকি রয়েছে বলে অভিযোগ করেছেন। তাদের বেতনভাতা অতি শিগগিরই পরিশোধ করা হবে বলে রেলওয়ের মহাপরিচালক স্যার (মো. আফজাল হোসেন) জানিয়েছেন ৷

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন