আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আরব আমিরাত যাচ্ছে ‘খালিদ’ ও ‘ঘায়া’

আমার দেশ অনলাইন

আরব আমিরাত যাচ্ছে ‘খালিদ’ ও ‘ঘায়া’
খালিদ ও ঘায়া

দেশীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড সংযুক্ত আরব আমিরাতের মারওয়ান শিপিংয়ের জন্য নির্মিত দুটি হাই-পাওয়ার টাগবোট ‘খালিদ’ ও ‘ঘায়া’ জুলাই মাসের মধ্যেই সরবরাহ করবে। প্রতিটির বোলার্ড পুল ক্ষমতা ৬৫-৮০ টন।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান জানান, মারওয়ান শিপিংয়ের সঙ্গে ৮টি জাহাজ নির্মাণে চুক্তি হয়েছে, যার মধ্যে রয়েছে টাগবোট, ল্যান্ডিং ক্রাফট ও ট্যাংকার। এরই অংশ হিসেবে গত ডিসেম্বরে ‘রায়ান’ নামের একটি ল্যান্ডিং ক্রাফট সরবরাহ করা হয়।

২০০০ সালে প্রতিষ্ঠিত ওয়েস্টার্ন মেরিন এখন পর্যন্ত ৩৪টি জাহাজ ১১টি দেশে রপ্তানি করেছে। প্রতিষ্ঠানটি আশা করছে, আগামী দুই বছরে আরো পাঁচটি জাহাজ রপ্তানি করা সম্ভব হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন