অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের কাছে যে দাবি সাদিক কায়েমের

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০২: ৪৬
আবু সাদিক কায়েম

রাজধানীর রূপনগরের শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনের কারণ অনুসন্ধান করে অতি দ্রুত পাবলিক রিপোর্ট প্রকাশ করার দাবি করেছেন ডাকসুর ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি করেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক।

বিজ্ঞাপন

সাদিক কায়েম বলেন, রাজধানীর মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন শ্রমিক নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মহান আল্লাহ তাঁদের সমস্ত গুনাহ মাফ করুন এবং সবাইকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। নিহত শ্রমিকদের শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনদের ধৈর্যধারণ ও শোক সইবার তাওফিক দিন। আমিন।

সরকারকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে অতি দ্রুত পাবলিক রিপোর্ট প্রকাশ করতে হবে। একইসাথে, নিহত শ্রমিকদের পরিবারগুলোকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। তাদের দেখাশুনা ও যাবতীয় মৌলিক প্রয়োজন পূরণ করা সরকারের দায়িত্ব।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত