দলগুলোকে পাঠানো হবে সনদ বাস্তবায়নের সুপারিশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ২১: ০৫

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশমালা পৌঁছে দেওয়া হবে।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।

বিজ্ঞাপন

তিনি বলেন, আজকেই সব রাজনৈতিক দলগুলোকে বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশমালা পৌঁছে দেওয়া হবে।

দলগুলোর দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে কী হবে— জানতে চাইলে আলী রীয়াজ বলেন, তারা সরকারকে বলেছেন, এগুলো জনগণের কাছে নিয়ে যেতে। জনগণের রায় পাওয়ার পর রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে। কমিশন ৪৮ বিষয়ে জনগণের সম্মতি-অসম্মতিকে বেশি গুরুত্ব দিচ্ছে।

সব দলের জুলাই সনদে স্বাক্ষরের বিষযে তিনি বলেন, যারা স্বাক্ষর করেনি তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে, এনসিপির সঙ্গেও যোগাযোগ হয়েছে, হচ্ছে। আশা করি এনসিপি স্বাক্ষর করবে।

এর আগে সকালে জুলাই সনদ বাস্তবায়নের উপায় ওপদ্ধতির পূর্ণাঙ্গ সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত