আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাষ্ট্রের কাছে যা চাইলেন হাদির স্ত্রী

আমার দেশ অনলাইন

রাষ্ট্রের কাছে যা চাইলেন হাদির স্ত্রী
ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। শুক্রবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে তিনি এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন।

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘রাষ্ট্রের কাছে আমি এবং আমার সন্তানের একমাত্র দাবি—আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার।’

বিজ্ঞাপন

তিনি আরো লিখেছেন, ‘জাগতিক সব চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে ওসমান হাদি হত্যার ন্যায়বিচার।’

Hadi_Wife

এর আগে গত বুধবার হাদি হত্যার বিচার চেয়ে পোস্ট দিয়েছিলেন তার স্ত্রী।

প্রসঙ্গত, জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা ওসমান হাদি (৩২) গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরে দুর্বৃত্তের হামলায় আহত হন। মাথায় গুলিবিদ্ধ হাদিকে উন্নত চিকিৎসার জন্য তিন দিন পর নেওয়া হয়েছিল সিঙ্গাপুরে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি। পরে লাখো মানুষের অংশগ্রহণে জানাজার পর জাতীয় কবির কবরের পাশে হাদিকে দাফন করা হয়। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন