আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাই যোদ্ধা একজন নারীকেও তালিকা থেকে বাদ দেবো না: উপদেষ্টা শারমীন

বিশেষ প্রতিনিধি
জুলাই যোদ্ধা একজন নারীকেও তালিকা থেকে বাদ দেবো না: উপদেষ্টা শারমীন

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই যোদ্ধা একজন নারীকেও তালিকা থেকে বাদ যেতে দেবো না।

শনিবার ঢাকায় মোবাশ্বের হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের উদ্দেশ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে গৃহীত দীর্ঘমেয়াদী বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের কল্যাণ, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে, সন্তানদের বিনামূল্য শিক্ষা সহায়তা এবং আহতদের জন্য থাকছে ক্যাটাগরি অনুযায়ী সুবিধা।

তিনি বলেন, এ যুদ্ধে নিহত-আহতদের তালিকা তৈরি করা আমাদের কাছে তাৎক্ষণিক অভিনব ছিল। সরকার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করে সারাদেশে জুলাই যোদ্ধাদের প্রকৃত তালিকা তৈরীর উদ্যোগ নিয়েছে। জুলাই যোদ্ধাদের স্বউদ্যোগে স্বাবলম্বী করতে সরকার এককালীন অনুদান এবং সঞ্চয়পত্রের মাধ্যমে সহায়তা করার পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব আহত এবং শহিদ পরিবারের খোঁজ নিয়ে যাবতীয় সহায়তায় একসাথে কাজ করার আহ্বান জানান। এ যুদ্ধে নিহত ও আহতদের পুনর্বাসনে সমন্বিত কর্মপন্থার মাধ্যমে একছাতার নিচে ওয়ান স্টপ সলিউশন নিশ্চিত করার জন্য স্বেচ্ছাসেবী সংস্থার সদিচ্ছার ওপর গুরুত্ব আরোপ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন