দিনাজপুরে হিন্দু নেতার মৃত্যু

ভুল তথ্যের জন্য দুঃখ প্রকাশ ডেইলি স্টারের

ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০৮: ৪৭

দিনাজপুরের হিন্দু সম্প্রদায়ের নেতা ভবেশ চন্দ্র রায়ের মৃত্যু নিয়ে ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদনে ভুল তথ্যের জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে প্রতিবেদনটিও প্রত্যাহার করে নিয়েছে গণমাধ্যমটি। গতকাল রোববার পত্রিকাটির অনলাইনে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়েছে।

ভবেশ চন্দ্র রায় দিনাজপুরের বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন। গত ১৭ এপ্রিল রাতে তিনি মারা যান। এ নিয়ে পরদিন ডেইলি স্টারের ইংরেজি প্রতিবেদনে যে শিরোনাম করা হয় তার অর্থ দাঁড়ায় ‘দিনাজপুরে অপহরণের পর হিন্দু সম্প্রদায়ের নেতাকে পিটিয়ে হত্যা’। তবে নিউজের তথ্য অসত্য বলে দাবি ওঠে বিভিন্ন মহলে। বিষয়টি নিয়ে সরকার, পুলিশ প্রশাসন থেকে প্রতিক্রিয়া জানানো হয়। পুলিশের দাবি, ভবেশের শরীরে আঘাতের চিহ্ন ছিল না।

বিজ্ঞাপন

এদিকে ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনাটি ভারতের গণমাধ্যমে মূলত ডেইলি স্টারের বরাতে প্রকাশিত হয়। এ সংবাদের পর বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হয়। ভারত সরকার ঘটনাটিকে ‘বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের ওপর পদ্ধতিগত নির্যাতন’-এর দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে। এর জবাবে গতকাল মধ্যরাতে বাংলাদেশ সরকার পাল্টা বিবৃতি দিয়েছে।

প্রতিবেদনটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠলে সেটি প্রত্যাহার করে ডেইলি স্টার। এ বিষয়ে গণমাধ্যমটির ঘোষণায় বলা হয়, ‘প্রতিবেদনের পর, পুলিশ ও অন্যান্য তদন্তকারী সংস্থার রিপোর্টের ভিত্তিতে আমরা আবারও আমাদের উৎসগুলো পর্যালোচনা করি। আমাদের অভ্যন্তরীণ পর্যালোচনায় দেখা যায়, প্রতিবেদনটি যথাযথ যাচাই-বাছাই বা যথেষ্ট সতর্কতা ছাড়া দাখিল ও প্রকাশ হয়েছিল। এ ব্যত্যয় আমাদের সম্পাদকীয় নীতিমালার— বিশেষ করে তথ্য যাচাই ও সূত্র যাচাইয়ের মানদণ্ড পূরণ করেনি। সে কারণে আমরা প্রতিবেদনটি আমাদের ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছি। এ ঘটনার জন্য আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত