আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাইলস্টোনে হতাহতদের জন্য দেশের সকল মসজিদে বিশেষ দোয়া

বাসস

মাইলস্টোনে হতাহতদের জন্য দেশের সকল মসজিদে বিশেষ দোয়া

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশের সকল মসজিদে আগামীকাল শুক্রবার বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

উপদেষ্টা পরিষদের আজকের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞাপন

তৎপ্রেক্ষিতে, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশের সকল মসজিদে আগামীকাল বাদ জুমআ বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ইফার পক্ষ থেকে দেশের সকল মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন